সেনেগালে বিরোধী দলীয় নেতার সাজা ঘোষণার পর সংঘর্ষ, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০২ জুন ২০২৩, ১৫:২২ | প্রকাশিত : ০২ জুন ২০২৩, ১৪:৫৩

সেনেগালে বিভিন্ন স্থানে সংঘর্ষে নয়জন নিহত হয়েছে। দেশটির একটি আদালত দেশের প্রধান বিরোধী দলীয় নেতা উসমানি সোনকোকে দুই বছরের কারাদণ্ড দেওয়ার পর সারাদেশে এ সংর্ঘষ ছড়িয়ে পড়ে। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

প্রেসিডেন্ট ম্যাকি সলের প্রধান প্রতিপক্ষ সোনকোকে ‘যুব সমাজকে দুর্নীতিগ্রস্ত’ করার অভিযোগে নির্বাচনে অযোগ্য করতে পারে। আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করা থেকে সোনকোকে বিরত রাখতে তাকে এমন সাজা দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে।

তার বিরুদ্ধে করা এমন মামলা সেনেগালকে একেবারে বিভক্ত করেছে। এর ফলে ব্যাপক সহিংসতার জন্ম দিয়েছে যা দেশের স্থিতিশীলতার ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।

বৃহস্পতিবার রায় ঘোষণার পর পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। রাজধানী ডাকারে অনেক বাস জ্বালিয়ে দেওয়া হয় এবং আরও অনেক স্থানে বিশৃংখলার খবর পাওয়া যায়। জিগুইঞ্চর শহরেও সংঘর্ষ হয়। সেখানে সোনকো ২০২২ সাল থেকে মেয়রের দায়িত্ব পালন করে আসছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ডিওম জাতীয় টেলিভিশনকে বলেন, ‘আমরা দুঃখের সঙ্গে উল্লেখ করছি যে এ সহিংসতায় জনসাধারণের এবং বেসরকারি সম্পদের অনেক ক্ষতি হয়েছে। এতে ডাকার ও জিগুইঞ্চরে নয়জন নিহত হয়েছে।’

এদিকে দুই পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নিহতদের মধ্যে কমপক্ষে তিনজন জিগুইঞ্চরে সহিংসতায় প্রাণ হারায় এবং রাজধানীতে বিক্ষোভকারীদের ইট-পাথরের আঘাতে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়।

কেন এই বিক্ষোভ

সোনকোর প্যাসটেফ পার্টি বলেছে, এই রায় একটি রাজনৈতিক চক্রান্তের অংশ এবং নাগরিকদের ‘সকল কার্যকলাপ বন্ধ করে রাস্তায় নামার’ জন্য একটি বিবৃতিতে আহ্বান জানিয়েছে। রাষ্ট্রপতি ম্যাকি সালের সঙ্গে ক্রমবর্ধমান হতাশার মধ্যে এই মামলাটি ২০২১ সাল থেকে পশ্চিম আফ্রিকার দেশটিতে সহিংস বিক্ষোভের সূত্রপাত করেছে।

সমালোচকরা বলছেন, ২০১২ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া সাল কর্মক্ষেত্র তৈরি করতে ব্যর্থ হয়েছেন এবং গুজবের মধ্যে বিরোধীদের সমালোচনাকে দমিয়ে রেখেছেন যে তিনি রাষ্ট্রপতির মেয়াদের সীমা বাইপাস করতে এবং পরের বছর আবার নির্বাচনে অংশ নিতে পারেন।

সোনকো সেনেগালের ২০১৯ সালের রাষ্ট্রপতি নির্বাচনে তৃতীয় স্থানে ছিলেন এবং দেশের তরুণদের কাছে তিনি জনপ্রিয়। তাকে রাষ্ট্রপতি ম্যাকি সালের প্রধান প্রতিযোগী হিসেবে বিবেচনা করা হয় এবং সালকে জনসমক্ষে বলার জন্য অনুরোধ করেছেন যে তিনি তৃতীয় মেয়াদের জন্য পদ চাইবেন না।

(ঢাকাটাইমস/২জুন/এসএটি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

গাজার ৭৯ শতাংশ মসজিদ ধ্বংস করে দিয়েছে ইসরায়েল

আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই: লেবাননের প্রবাসী গৃহকর্মী

লেবাননে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে

ছত্তীসগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩৬ মাওবাদী নিহত

৯ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের কোনো পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবকে নিরাপত্তা পরিষদের সমর্থন, নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন

ইসরায়েলে হামাস ও ইরানের হামলা ‘বৈধ’: আয়াতুল্লাহ খামেনি

পশ্চিম তীরে শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১৮

বৈরুতে ইসরায়েলি বিমান হামলা, ব্যাপক বিস্ফোরণ

হামলা হলে বিনা দ্বিধায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি কিম জংয়ের

এই বিভাগের সব খবর

শিরোনাম :