আফগানিস্তানকে ২৬৯ রানের টার্গেট দিল শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জুন ২০২৩, ১৫:৪১| আপডেট : ০২ জুন ২০২৩, ১৫:৪৭
অ- অ+

হাম্বানতোতায় অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডের শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ২৬৮ রানে অলআউট হয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। ফলে জিততে হলে আফগানিস্তানকে তুলতে হবে ২৬৯ রান।

ম্যাচের শুরুতে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠান আফগান দলনেতা হাশমতউল্লাহ শহিদী। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি লঙ্কানদের। ওপেনার দিমুথ করুনারত্নে ফেরেন মাত্র ৪ রানে। দ্বিতীয় উইকেটে নেমে মাত্র ১১ রান করেন কুশল মেন্ডিস। আর ১২ রানে আউট হন অ্যাঞ্জেলো ম্যাথিউস।

চাপে পড়া দলের হাল ধরেন চারিথ আশালাঙ্কা ও ধনঞ্জয়া ডি সিলভা। এ সময় দুজন মিলে তুলেন ৯৯ রান। দুজনই ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন। ৫৯ বলে ৫১ রানে আউট হন সিলভা। ৯ রানের জন্য সেঞ্চুর মিস করেন আশালাঙ্কা। ৯৫ বলে ৯১ রান করেন তিনি। এছাড়া শানাকা ১৭, হেমন্ত ২২ ও পাথিরানা ১ রান করে। আর ৪ রানে অপরাজিত থাকেন কুমারা।

(ঢাকাটাইমস/০২জুন/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা