ফরিদপুরের হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জুন ২০২৩, ১৮:৩৯
অ- অ+

ফরিদপুরের আলফাডাঙ্গায় ২০১২ সালে নৃশংসভাবে খুনসহ ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. ইকতার মোল্লাকে রাজধানীর কদমতলী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে র‌্যাব-৩ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ফারজানা হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর কদমতলী এলাকা থেকে ইকতার আলীকে গ্রেপ্তার করে র‌্যাব-৩।

গ্রেপ্তার আসামির বরাত দিয়ে র‌্যাব জানায়, হত্যার শিকার মো. শহিদুল ইসলাম ফরিদপুরের আলফাডাঙ্গা থানার ধুলঝুড়ি গ্রামে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ভুক্তভোগী শহিদুল ইসলাম ২০১২ সালের ২৭ জুলাই বিকালে মোটরসাইকেল নিয়ে ভাড়ার উদ্দেশে বের হন। আর ওই রাতে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরবর্তীতে শহিদুলকে কোনা গ্রামের রাস্তার সামনে পাটক্ষেতে রেখে নিহত শহিদুলের মোটরসাইকেলটি নিয়ে দুর্বৃত্তরা পলিয়ে যায়।

এই ঘটনায় নিহত শহিদুলের চাচা মো. আাক্কাস শেখ বাদী হয়ে পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে ২৮ জুলাই আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা করেন। পরবর্তীতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২০২২ সালে গ্রেপ্তার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডসহ জরিমানা দেন। মামলার পর থেকেই গ্রেপ্তারকৃত আসামি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে নিজেকে আত্নগোপনে করে আসছিলেন।

গ্রেপ্তার মো. ইকতার মোল্লা ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার কোনা গ্রামের মৃত আকরাম মোল্লার ছেলে।

(ঢাকাটাইমস/০২জুন/এএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কারাগারে সেলিনা হায়াৎ আইভী, যে মামলায় গ্রেপ্তার
মির্জাপুরে উদ্ধার হওয়া গরু ফিরিয়ে দিতে ৫০ হাজার টাকা চাইলেন এসআই
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর: তাদের বিরুদ্ধে এত অভিযোগ, তবুও বহাল...
পাকিস্তান থেকে চার্টার্ড ফ্লাইটে ফেরানো হবে রিশাদ ও নাহিদকে!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা