ফরিদপুরের হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গায় ২০১২ সালে নৃশংসভাবে খুনসহ ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. ইকতার মোল্লাকে রাজধানীর কদমতলী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে র্যাব-৩ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ফারজানা হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর কদমতলী এলাকা থেকে ইকতার আলীকে গ্রেপ্তার করে র্যাব-৩।
গ্রেপ্তার আসামির বরাত দিয়ে র্যাব জানায়, হত্যার শিকার মো. শহিদুল ইসলাম ফরিদপুরের আলফাডাঙ্গা থানার ধুলঝুড়ি গ্রামে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ভুক্তভোগী শহিদুল ইসলাম ২০১২ সালের ২৭ জুলাই বিকালে মোটরসাইকেল নিয়ে ভাড়ার উদ্দেশে বের হন। আর ওই রাতে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরবর্তীতে শহিদুলকে কোনা গ্রামের রাস্তার সামনে পাটক্ষেতে রেখে নিহত শহিদুলের মোটরসাইকেলটি নিয়ে দুর্বৃত্তরা পলিয়ে যায়।
এই ঘটনায় নিহত শহিদুলের চাচা মো. আাক্কাস শেখ বাদী হয়ে পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে ২৮ জুলাই আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা করেন। পরবর্তীতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২০২২ সালে গ্রেপ্তার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডসহ জরিমানা দেন। মামলার পর থেকেই গ্রেপ্তারকৃত আসামি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে নিজেকে আত্নগোপনে করে আসছিলেন।
গ্রেপ্তার মো. ইকতার মোল্লা ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার কোনা গ্রামের মৃত আকরাম মোল্লার ছেলে।
(ঢাকাটাইমস/০২জুন/এএ/কেএম)
সংবাদটি শেয়ার করুন
অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত
অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

বার ভাঙচুর-মদ লুট: তিতুমীর কলেজ ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

অন্যের স্বত্ব নিয়ে দুর্নীতি: কপিরাইট অফিসের দুই কর্মচারী এখন অঢেল বিত্ত ভৈববের মালিক

পুলিশ সার্জেন্টকে মারধরের অভিযোগে কারাগারে জনতা ব্যাংকের ডিএমডির স্ত্রী-মেয়ে

উত্তরায় ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫০

আরসার গান কমান্ডার মুছা গ্রেপ্তার, বিপুল বিস্ফোরক-গোলাবারুদ উদ্ধার

মোহাম্মদপুরের সন্ত্রাসী ‘রক্তচোষা জনি’ গ্রেপ্তার, বিদেশি অস্ত্র উদ্ধার

উত্তরায় মানি এক্সচেঞ্জে অভিযান, ৪০টি দেশের মুদ্রাসহ গ্রেপ্তার ৫

‘তেজগাঁওয়ে এলোপাতাড়ি গুলির ঘটনার ফুটেজ প্রচার হওয়ায় অপরাধীরা আত্মগোপনে’
