ধানমন্ডির লেক থেকে কিশোরের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জুন ২০২৩, ১৮:০৩| আপডেট : ০৩ জুন ২০২৩, ১৮:০৭
অ- অ+

রাজধানীর ধানমন্ডি লেক থেকে এক কিশোরের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ জানান, শনিবার সকাল পৌনে ৮টার দিকে আমরা খবর পেয়ে ধানমন্ডি ৭ নম্বর রোডের শেষ মাথায় বাইতুল আমান জামে মসজিদের সামনের লেক থেকে পানিতে ভাসমান অবস্থায় এক কিশোরে লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়।

উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ জানান, ঘটনাস্থলের আশেপাশের লোকজনদের সঙ্গে কথা বলে জেনেছি ওই কিশোর গোসল করার উদ্দেশে লেকের পানিতে নেমেছিল। নামার পর সে পানিতে তলিয়ে যায়। লেকের পাড়ে তার সেন্ডেল এবং শার্ট পাওয়া গেছে। তার পরনে ছিল জিন্সপ্যান্ট।

এসআই আব্দুল্লাহ জানান, নিহত যুবকের পরিচয় এখনো জানা যায়নি। তবে পরিচয় জানার চেষ্টা চলছে। আমরা সিআইডির ক্রাইম সিনকে খবর দিয়েছি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কিশোরের পরিচয় জানার চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/০৩জুন/এএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা