নেত্রকোণার ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জুন ২০২৩, ২০:৫৪
অ- অ+

রাজধানীর ভাটারা এলাকা থেকে নেত্রকোণার কলমাকান্দা থানার ধর্ষণ মামলার পলাতক আসামি মো. সালমান শাহকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। শুক্রবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাবের একটি সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ভাটারা এলাকা থেকে নেত্রকোণার কলমাকান্দা থানার ধর্ষণ মামলার পলাতক আসামি মো. সালমান শাহকে গ্রেপ্তার করে র‌্যাব-৩।

গ্রেপ্তারকৃত সালমান শাহের বরাত দিয়ে র‌্যাব-৩ এর অধিনায়ক জানান, সালমানের বিরুদ্ধে নেত্রকোণার কলমাকান্দা থানায় ২০২২ সালের ১৭ ডিসেম্বর একটি ধর্ষণ মামলা হয়। ওই মামলা হওয়ার পর থেকে তিনি নেত্রকোণা, ময়মনসিংহ এবং রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

গ্রেপ্তারকৃত মো. সালমান শাহ নেত্রকোণা জেলার কলমাকান্দা থানার লক্ষীপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে।

(ঢাকাটাইমস/০৩জুন/এএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙ্গাবালীতে কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
আপিল বিভাগের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হলেন ৮৬ আইনজীবী
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু
গাইবান্ধায় আ.লীগের আইনবিষয়ক সম্পাদক গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা