অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র্যালী, বৃক্ষ রোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এগ্রিবিজনেস ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে সোমবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস উত্তরায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশ্ব পরিবেশ দিবসের এবারের প্রতিপাদ্য বিষয়: ‘প্লাস্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে’।
আলোচনা সভায় এগ্রিবিজনেস বিভাগের চেয়ারম্যান ড. সোনিয়া তাবাসুম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স স্কুল এর প্রাক্তন ডিন ও ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন এর প্রফেসর ড. মোহম্মদ আবদুর রহমান।
আলোচনা সভা শেষে শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীদের নিয়ে বিশ্ব পরিবেশ দিবসের সচেতনতামূলক একটি র্যালী বিশ্ববিদ্যালয় থেকে উত্তরার পাসপোর্ট অফিস সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে ফিরে আসে। এরপর অতিথিরা ক্যাম্পাস প্রাঙ্গণে একটি করে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণ করেন।
এগ্রিবিজনেস বিভাগের সহকারী অধ্যাপক মো: ওয়াহিদুল ইসলাম ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার মোহাম্মদ আবু উমামা এর সমন্বয়ে বিভাগের অন্যান্য শিক্ষকদের তত্বাবধানে বৃক্ষরোপন কর্মসূচী ও র্যালীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার, পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামরান চৌধুরী, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, কো-অর্ডিনেটর, শিক্ষকমন্ডলীসহ সকল বিভাগের ছাত্র ছাত্রী ও কর্মকর্তারা।
উক্ত অনুষ্ঠানের প্রধান আলোচক প্রফেসর ড. মোহম্মদ আবদুর রহমান বলেন, পরিবেশ রক্ষায় আমাদের প্লাস্টিক ব্যবহারে সতেচনতার বিকল্প নেই। জীবনে প্রতিটি ক্ষেত্রে আমরা প্লাস্টিক ব্যবহারে করছি, ভয়ঙ্কর বিষয় হলো এই প্লাস্টিকে মোড়ানো খাবারের কারণে মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছি প্রতিদিন। নদী ও সমুদ্রের মাছগুলো পলিথিন খাচ্ছে, আর সেই মাছ মানুষ খেয়ে নানা রোগে আক্রান্ত হয়। তাই সচেতনায় হতে পারে এ থেকে পরিত্রান পাওয়ার অন্যতম উপায়।
প্রধান অতিথি প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, প্লাস্টিক আবিষ্কার প্রথমে আমাদের জন্য আর্শীবাদ ছিলো। কিন্তু যত্রযত্র এর ব্যবহারের ফলে পরিবেশ ও মানব জাতির জন্য অনেক বড় ক্ষতি হচ্ছে। এর ক্ষতিকার দিকগুলো নিয়ে নাগরিক সমাজ, এনজিও, স্থানীয় সরকার, সাধারণ জনগনসহ সবার সমন্বয়ে কাজ করতে হবে। যাতে করে আমরা একটি সুন্দর ও স্মার্ট বাংলাদেশ গড়তে পারি।
উক্ত কর্মসূচি সফল করতে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ড. সোনিয়া তাবাসুম আহমেদ।
(ঢাকাটাইমস/০৫জুন/এমএইচ)
সংবাদটি শেয়ার করুন
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত
শিক্ষা এর সর্বশেষ

স্মার্ট শিক্ষার্থী গড়ে তুলতে শিক্ষাকে রূপান্তরের চেষ্টা চলছে: শিক্ষামন্ত্রী

সমাজ থেকে মাদকের মূলোৎপাটন অপরিহার্য: উপাচার্য ড. মশিউর রহমান

বাংলাদেশে রয়েছে ব্লু ইকোনমি নির্ভর পর্যটন বিকাশে অপার সম্ভাবনা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

ডিগ্রি তৃতীয় বর্ষের ২ অক্টোবরের পরীক্ষা ১৪ নভেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পিজিডি কোর্সের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করলেন উপাচার্য

পবিপ্রবি ছাত্রলীগ সভাপতির চাঁদা আদায়ের ভিডিও ভাইরাল

ব্র্যাক ইউনিভার্সিটি এককভাবে ‘দেশসেরা’ নয়

টাইমস র্যাঙ্কিংয়ে জায়গা পেয়েছে দেশের ৯ বিশ্ববিদ্যালয়

গুচ্ছতে আরও দুই সহস্রাধিক শিক্ষার্থীর ভর্তির সুযোগ
