ঢাবির ভর্তি পরীক্ষা: আসন ২৫টি, পাস করেছেন ১০ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের অধীন বিভাগ পরিবর্তন করতে ইচ্ছুক ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত আসন ২৫টি। কিন্তু, ভর্তি পরীক্ষায় ফলাফলে দেখা গেছে, ২৫ আসনের বিপরীতে পাস করেছেন মাত্র ১০ জন শিক্ষার্থী।
সোমবার প্রকাশিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ফলাফল বিশ্লেষণে এ চিত্র দেখা যায়।
এবার বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ১ লাখ ১৭ হাজার ৭৬৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। যার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১১ হাজার ১১৯ জন শিক্ষার্থী। শতাংশের হিসেবে ১০ দশমিক ৬১ শতাংশ শিক্ষার্থী।
এরমধ্যে বিজ্ঞান বিভাগে ১৭৭৫ আসনের বিপরীতে ১০৫৫৭ শিক্ষার্থী এবং বিভাগ পরিবর্তনে ইচ্ছুক মানবিক বিভাগের শিক্ষার্থীদের বরাদ্দকৃত জন্য ৫১ আসনের বিপরীতে ৫৪২ জন শিক্ষার্থী এবং বিভাগ পরিবর্তনে ইচ্ছুক ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ২৫ আসনের বিপরীতে মাত্র ১০ জন উত্তীর্ণ হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।
এসময় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/০৫জুন/এসকে/ইএস)
সংবাদটি শেয়ার করুন
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত
শিক্ষা এর সর্বশেষ

খুবিতে র্যাগিংয়ের অভিযোগ, অভিযুক্তদের তথ্য-প্রমাণ বলছে ভিন্ন কথা

বই পড়ার তালিকায় ‘অসমাপ্ত আত্নজীবনী’ থাকুক: শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল ফি কমলো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

ছাত্রলীগ নেত্রীকে নিয়োগ না দেওয়ায় জাবি উপাচার্যকে অবরুদ্ধ, নিয়োগ বোর্ড স্থগিত

গুচ্ছ ভর্তি: মাইগ্রেশন বন্ধের শেষ সুযোগ আজ

মৃত্যুর আগে কুবিছাত্র অনিক লিখে গেলেন ‘এ দায়ভার একান্তই আমার’

মীনার মতো বিভেদের বিরুদ্ধে সজাগ হতে হবে: গণশিক্ষা সচিব

বঙ্গবন্ধুর সমাধিতে জাবি উপাচার্যের শ্রদ্ধা নিবেদন
