আওয়ামী লীগ গণতন্ত্রকে সুরক্ষিত করেছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৭ জুন ২০২৩, ১৭:১০

আওয়ামী লীগ গণতন্ত্রকে সুরক্ষিত করেছে বলে মন্তব্য করেছেন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, জনগণ ভোট দিতে পারলে আওয়ামী লীগ পরাজিত হয় না।

বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঐতিহাসিক ছয়দফা দিবসের আলোচনা সভায় একথা বলেন তিনি।

সভাপতির বক্তব্যে শেখ হাসিনা বলেন, স্বাধীনতার জন্য মানুষকে জাগ্রত করতে বঙ্গবন্ধু ছয়দফা ঘোষণা করছিলেন। ছয়দফার অর্থ হলো একদফা, মানে স্বাধীনতা।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের স্বাধীনতার জন্যই বঙ্গবন্ধু ছয়দফা ষোষণা করেছিলেন। বঙ্গবন্ধুর নির্দেশে দেশের মানুষ ছয়দফা লুফে নিয়েছিল। এভাবেই ছয়দফা একদফায় পরিণত হয়েছিল।

এসময় তিনি আওয়ামী লীগের সব নেতাকর্মীদের বঙ্গবন্ধুর জেলজীবন নিয়ে লেখা 'কারাগারের রোজনামচা' বই পড়ার আহব্বান জানান।

সরকারপ্রধান বলেন, বঙ্গবন্ধু এদেশের মানুষের ভোট ও ভাতের জন্য যুদ্ধ করে গেছেন। বঙ্গবন্ধু দেশের মানুষের জন্য গণতন্ত্রর জন্য কাজ করেছেন।

বক্তব্যে বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ভোট কারচুপি শুরু বিএনপির হাত ধরেই। আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করলে যুক্তরাষ্ট্রের ভিসা পাবে না বিএনপি নেতাকর্মীরা।

তিনি আরও বলেন, ভোটের অধিকার কেড়ে নিলে মাুনুষ তাদের ছেড়ে দেয় না।

ঢাকাটাইমস/৭জুন/জেএ/ইএস

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :