বিদুৎখাতে সরকারের মহাদুর্নীতির কারণে লোডশেডিং: জাগপা সভাপতি

সরকারের লাগামহীন দুর্নীতি ও লুটপাটের কারণে জ্বালানি ও বিদ্যুৎ সেক্টরে বিপর্যয় নেমে এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান। বলেন, ‘রেন্টাল ও কুইক রেন্টালের নামে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লোপাট করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। সকালে, বিকালে, রাতে, দুপুর, অফিস আদালত, স্কুল, কলেজ সর্বস্তরের আজ বিদ্যুতের জন্য হাহাকার।’
বৃহস্পতিবার (৮ জুন) অসহনীয় লোডশেডিং ও বিদুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে রাজধানীর বিজয়নগর থেকে পুরানা পল্টনে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে এসব বলেন।
খন্দকার লুৎফর রহমান বলেন, ‘বিদ্যুতের অভাবে আজকে কলকারখানার উৎপাদন বন্ধ, মিল ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, অথচ সরকার কার্যকরী কোন পদক্ষেপ না নিয়ে বিদ্যুতের লোডশেডিং এর সিডিউল তৈরিতে ব্যস্ত। মূলত, এই ব্যর্থ সরকার জনগণের কল্যাণে কাজ না করে নিজেদের আখের গোছাতে ব্যস্ত রয়েছে।’
জাগপা সভাপতি বলেন, ‘এভাবে কোনো দেশ চলতে পারে না। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সারাদেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশে যেকোন সময় গণবিস্ফোরণ ঘটবে, যা নিয়ন্ত্রণ করা সরকারের জন্য কঠিন হবে।’
জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাত বলেন, ‘দেশে আজ হাহাকার পড়ে গেছে। সরকারের অযোগ্যতার কারণে রিজার্ভ ফান্ডের টাকা কমে গেছে। সরকার বিদ্যুৎ, তেল-গ্যাসের দাম বাড়িয়েছে। অন্যদিকে বিদ্যুতের লোডশেডিং এর কারণে মানুষের জীবনযাত্রা অসহ্য হয়ে পড়েছে। ভোটারবিহীন ব্যর্থ এই সরকারকে অবিলম্বে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা দিতে হবে।‘
আরও বক্তব্য দেন জাগপার প্রেসিডিয়াম সদস্য আ.স.ম মেসবাহ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পী, সাইফুল আলম, নগর সভাপতি মোহাম্মদ হেসেন মোবারক, যুব জাগপার কেন্দ্রীয় সভাপতি মীর আমির হোসেন আমু, জাগপার আন্তর্জাতিক বিষয় সম্পাদক আবুল হোসেন প্রমুখ।
(ঢাকাটাইমস/৮জুন/জেবি/কেএম)
সংবাদটি শেয়ার করুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
রাজনীতি এর সর্বশেষ

আ.লীগ ক্ষমতায় না থাকলে দেশ আবার অন্ধকার যুগে ফিরে যাবে: প্রধানমন্ত্রী

বিএনপির খাল কেটে কুমির আনার চেষ্টা সফল হবে না: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করলেন আ.লীগ নেতা খসরু চৌধুরী

শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপিত

দেশরক্ষা ও ফেতনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ঈমানী দায়িত্ব: তথ্যমন্ত্রী

ঈদে মিলাদুন্নবি ও শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আ.লীগের দোয়া মাহফিল

গণতন্ত্রকামী দেশগুলো বাংলাদেশের ওপর কঠিন এবং নিবিড় পর্যবেক্ষণ করছে: আমীর খসরু

আ.লীগ বিরোধীদলে থাকলে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারতো না: সালাম

খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি বারবার জানালেও সরকার শুনছে না: গয়েশ্বর
