বিশ্বকাপ সূচির অপেক্ষা করছে আইসিসিও

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জুন ২০২৩, ১৪:৪৬
অ- অ+

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত সূচি হাতে পাওয়ার অপেক্ষায় আছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলও (আইসিসি)। এমনটাই জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ অ্যালার্ডিচ।

সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) জয় শাহ জানিয়েছিলেন, ইংল্যান্ডের ওভালে দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল চলাকালীনই ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করা হবে। ফাইনালের দু’দিন কেটে গেলেও এখনও প্রকাশ করা হয়নি বিশ্বকাপের সূচি।

আগামী বিশ্বকাপের সূচির অপেক্ষায় আছে আইসিসি। বিবিসির টেস্ট ম্যাচ স্পেশাল অনুষ্ঠানে আলাপকালে অ্যালার্ডিচ বলেছেন, ‘আমার মনে হয় আজও আমরা আয়োজকদের কাছ থেকে সূচিটি পেতে পারি। এরপর অংশগ্রহণকারী দেশ ও ব্রডকাস্টারদের সঙ্গে আলোচনা করতে হবে আমাদের। পরবর্তীতে যতটা দ্রুত সম্ভব আমরা প্রকাশ করতে পার। এমন ইভেন্টের ক্ষেত্রে আমরা সব সময়ই স্বাগতিকদের সঙ্গে একত্রে কাজ করি।’

বিশ্বকাপের সূচি প্রকাশে কেন বিলম্ব হচ্ছে, সেটি নিশ্চিত নন অ্যালার্ডিচ। তিনি বলেন, ‘কিছু কিছু ক্ষেত্রে ক্রিকেট প্রশাসন ও সরকারের মধ্যে অনেক আলোচনার দরকার পড়ে। ভালো ইভেন্ট উপহার দেওয়ার জন্য স্বাগতিকদের অনেক দায়িত্ব থাকে। ভারসাম্য রেখেই তাদের এগিয়ে যেতে হবে।’

(ঢাকাটাইমস/১০জুন/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা