সিসিক নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে: সিইসি

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
সিসিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে শনিবার সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
সভায় সিসিক নির্বাচনে সাতজন মেয়র প্রার্থী, ৪২টি ওয়ার্ডের কাউন্সিলর ও ১৪টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে বিভিন্ন প্রশ্ন ও অভিযোগ উত্থাপন করেন।
কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচনে সবকটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে। ঢাকা থেকে সবকিছু মনিটর করা হবে। যেকোনো অনাকাঙ্খিত ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠ নির্বাচন বহির্ভূত কোনো ধরনের কর্মকাণ্ডের ছাড় দেওয়া হবে না।’
বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইলিয়াছ শরীফ, জেলা প্রশাসক মো. মজিবর রহমান ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের।
আগামী ২১ জুন সিসিক নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ হবে। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ জুন।
সিলেট সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হয় ২০০২ সালে।
(ঢাকাটাইমস/১০জুন/কেআর/ইএস)

মন্তব্য করুন