খুলনায় অধিকাংশ কেন্দ্র ফাঁকা, দুপুর পর্যন্ত ভোট পড়েছে ৩৫ শতাংশ

খুলনা ব্যুরো, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১২ জুন ২০২৩, ১৪:০৮

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি কমে গেছে। ফাঁকা হয়ে গেছে অধিকাংশ ভোটকেন্দ্র। তবে রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন জানিয়েছেন, বেলা বাড়ার পর আরও ভোটার উপস্থিত বাড়বে। এখন পর্যন্ত মোট ভোটার উপস্থিতি ৩৫ শতাংশ।

এদিকে সরেজমিনে দেখা যায়, নগরীর ৯নং ওয়াডের গোয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার উপস্থিতি কম। সেখানে মোট ১ হাজার ৯৪৩ জন ভোটারের মধ্যে এখন পর্যন্ত ভোট পড়েছে মাত্র ২৮৭টি।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ শামীম হোসেন জানান, বেলা একটা পর্যন্ত গড়ে মোট সাড়ে ৬ শতাংশ ভোট পড়েছে। তবে বেলা বাড়ার পর হয়তো বা ভোটার উপস্থিত বাড়তে পারে।

তবে ব্যতিক্রম দেখা যায় তার পাশেরই একটি ভোটকেন্দ্র সরকারি পিএইচডি সেন্টার সেখানে দেখা যায় কেন্দ্রটির মোট ভোটার ২ হাজার ৮শ ৫৩ জন। এরমধ্যে ভোট দিয়েছেন ৮শ ১০ জন ভোটার।

কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা মো. আইনুল হক বলেন বেলা ১২টা পর্যন্ত গড়ে ভোট পড়েছে সাড়ে ২৮ শতাংশ।

আরও পড়ুন: বরিশালে হাতপাখার প্রার্থীর ওপর হামলা

খুলনা সিটি নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ ২৯টি ওয়ার্ডে ১৩৪ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নগরীর ১৩নং ওয়ার্ডে এস এম খুরশিদ আহমেদ টোনা এবং ২৪নং ওয়ার্ডে জেড এ মাহমুদ ডন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২৮ জন।

(ঢাকাটাইমস/১২জুন/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :