বৃষ্টি হলেই জমে হাঁটু পানি, আখাউড়া ইমিগ্রেশন অফিসে ভোগান্তি

টানা বৃষ্টি দুর্ভোগ বাড়িয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতায়াতকারী পর্যটকদের।
রবিবার দুপুরে ঘণ্টাব্যাপী বৃষ্টিতে আখাউড়া ইমিগ্রেশন অফিসের সামনে পানি জমি গেলে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
এসময় পানি ভেঙে ইমিগ্রেশন অফিসে যেতে হয় দুদেশের যাত্রীদের। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পানি সরে গেলে দুর্ভোগ থেকে মুক্তি মেলে পর্যটকদের।
ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, আখাউড়া চেকপোস্ট সড়ক থেকে ইমিগ্রেশন অফিসটি তিন-চার ফুট নিচু এলাকায়। সামান্য বৃষ্টিতে ইমিগ্রেশন অফিসের সামনের ফাঁকা জায়গায় হাঁটু সমান পানি জমে যায়। বিকল্প ব্যবস্থা না থাকায় পানি মাড়িয়েই ইমিগ্রেশন অফিসে যেতে হয় যাত্রীদের। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে বেশি সমস্যায় পড়েন নারী-শিশুরা।
এ বিষয়ে এক যাত্রী বলেন, ব্যক্তিগত কাজে ভারতের যাব। ইমিগ্রেশন অফিসের সামনে এসে দেখি পানি জমে আছে। বিকল্প ব্যবস্থা না থাকায় পানি মাড়িয়েই অফিসে গিয়েছি। ইমিগ্রেশনের সামনের এলাকা মাটি ফেলে রাস্তার সমান উঁচু করা হলে পানি জমতো না। এখানে যাত্রী সেবার মান আরও বাড়ানো দরকার।
আরও পড়ুন: কৃষকের কলাবাগানে এ কেমন শত্রুতা
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের সহকারী উপপরিদর্শক (এ.এস.আই) দেওয়ান মোর্শেদুল হক বলেন, দুপুরে বৃষ্টিতে অফিসের সামনে পানি জমেছিল। আমরা ড্রেন কেটে পুকুরে পানি সরানোর ব্যবস্থা করি। পানি দ্রুত সরে যায়।
(ঢাকাটাইমস/১৯জুন/এসএম)

মন্তব্য করুন