নারায়ণগঞ্জে এক মাদককারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ জুন ২০২৩, ১৬:১৯ | প্রকাশিত : ২০ জুন ২০২৩, ১৬:১৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে মো. রিপন নামে এক মাদককারবারিকে আটক করেছে র‌্যাব-১। এ সময়ে তার কাছ থেকে সাড়ে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-১ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. পারভেজ রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার ভোর পৌনে ছয়টার দিকে র‌্যাব-১ এর একটি দল রূপগঞ্জ থানার কাঞ্চন ব্রিজের পশ্চিম দিকে ৩০০ ফিট রাস্তার সঙ্গে বিআরটিসি যাত্রী ছাউনির পাশে অভিযান চালায়। অভিযানে মো. রিপন নামের এক মাদকারবারিকে আটক করেছে র‌্যাব। এ সময়ে সাড়ে ৪৫ কেজি গাঁজা, দুইটি মোবাইল ফোন এবং নগদ চার হাজার টাকা উদ্ধার করা হয়।

আটক রিপনের বরাত দিয়ে র‌্যাব জানায়, তিনি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করে আসছিলেন। তিনি বিভিন্ন সময় সুকৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গাঁজা পরিবহন করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করেছেন। তার বিরুদ্ধে রুপগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

আটক মো. রিপন ব্রাহ্মণবাড়িয়া জেলার মৃত বাচ্চু মিয়ার ছেলে।

ঢাকাটাইমস/২০জুন/এএ/ইএস

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :