বাড়ছে পানি, তিস্তাপাড়ে বন্যা আতঙ্ক

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুন ২০২৩, ১১:১১| আপডেট : ২১ জুন ২০২৩, ১১:৩৩
অ- অ+

উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে বিপদসীমা ছুঁইছুঁই করছে তিস্তা নদীর পানি। এতে তিস্তাপাড়ে মানুষের মধ্যে বন্যা আতঙ্ক দেখা দিয়েছে।

বুধবার সকাল থেকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি আরও বেড়ে বিপদসীমা অতিক্রমের আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন বেশ কয়েকটি চরের বাসিন্দারা। পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা পাড়ের মানুষজন বন্যার আশঙ্কায় সতর্কাবস্থায় রয়েছেন।

ডালিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী আসাফউদ্দৌলা জানান, আজ সকাল থেকে তিস্তার পানি বৃদ্ধি পায়। তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুন: সুরমার পানি বিপদসীমার ওপর, নিম্নাঞ্চল প্লাবিত

তিনি জানান, লালমনিরহাট সদর উপজেলার চর গোকুন্ডা, খুনিয়াগাছ, রাজপুর, আদিতমারী উপজেলার মহিষখোচাসহ হাতীবান্ধা উপজেলার সানিয়াজান, গড্ডিমারী, তালেব মোড়, ধুবনি, সিংগীমারী, সিন্দুনা, হলদীবাড়ি, পাঠান বাড়িসহ আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার চরাঞ্চলের বিভিন্ন এলাকায় বন্যার আশঙ্কা রয়েছে।

(ঢাকাটাইমস/২১জুন/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
ডিবি হারুন ধরাছোঁয়ার বাইরেই থাকলো?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা