কর সংক্রান্ত রেফারেন্স মামলা: হাইকোর্টের রায় স্থগিতে চেম্বার আদালতে আবেদন ড. ইউনূসের

দানের বিপরীতে এনবিআরের ১৫ কোটি টাকা কর দাবি সংক্রান্ত রেফারেন্স মামলা খারিজ করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত চয়ে চেম্বার আদালতে আবেদন করেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস।
ড. ইউনূসের আইনজীবী মোস্তাফিজুর রহমান খান বৃহস্পতিবার সকালে এ আবেদন করেন।
আজ চেম্বার আদালতের অবকাশকালীন বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী আবেদনটি শুনতে পারেন।
আরও পড়ুন>>শ্রম আদালতের মামলায় অভিযোগ গঠন বাতিলে হাইকোর্টে আবেদন ড. ইউনূসের
এর আগে গত ৩১ মে ১৫ কোটি টাকা কর দাবি করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে ড. মুহাম্মদ ইউনূসের করা তিনটি আয়কর রেফারেন্স মামলা খারিজ করেন বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ।
আপিল ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করার সময় তিন কোটি টাকা ড. ইউনূসকে জমা দিতে হয়েছিল। সেই হিসাবে তাকে ১২ কোটি টাকার বেশি দানকর পরিশোধ করতে হবে।
ওইদিন হাইকোর্টের আদেশের পর অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন বলেছেন, ১২ কোটি টাকার বেশি কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে।
আইনজীবীদের তথ্যমতে, ড. মুহাম্মদ ইউনূস ট্রাস্ট, ইউনূস ফ্যামিলি ট্রাস্ট এবং ইউনূস সেন্টার ট্রাস্ট—এই তিন ট্রাস্টে ড. ইউনূস ৭৬ কোটি ৭৩ লাখ ৩৪ হাজার টাকা দান করেন।
এনবিআর ১৯৯০ সালের দানকর আইন অনুযায়ী ২০১১-২০১২ করবর্ষে মোট ৬১ কোটি ৫৭ লাখ ৬৯ হাজার টাকা দানের বিপরীতে প্রায় ১২ কোটি ২৮ লাখ ৭৪ হাজার টাকা কর দাবি করে ড. ইউনূসকে নোটিশ দেয়। একইভাবে ২০১২-২০১৩ করবর্ষে ৮ কোটি ১৫ লাখ টাকা দানের বিপরীতে প্রায় এক কোটি ৬০ লাখ টাকা দানকর দাবি করে আরেকটি নোটিশ পাঠায় রাজস্ব বোর্ড।
২০১৩-২০১৪ করবর্ষে ৭ কোটি ৬৫ হাজার টাকা দানের বিপরীতে প্রায় এক কোটি ৫০ লাখ টাকা কর দাবি করে আরেকটি নোটিশ দেওয়া হয়।
ড. ইউনূস এনবিআরের ওইসব নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা করেন। শুনানি নিয়ে ২০১৪ সালে মামলার খারিজ করে দেন কর আপিল ট্রাইব্যুনাল। এরপর হাইকোর্টে পৃথক তিনটি আয়কর রেফারেন্স মামলা করেন ড. ইউনূস।
এরপর ২০১৫ সালে প্রাথমিক শুনানি নিয়ে দানকর দাবির নোটিশের কার্যকারিতা স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট।
(ঢাকাটাইমস/২২জুন/এফএ)

মন্তব্য করুন