হিযবুত তাহরির সদস্য শাকির খান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৫ জুন ২০২৩, ১২:৩২ | প্রকাশিত : ২৫ জুন ২০২৩, ১১:৫৮

দীর্ঘদিন আত্মগোপনে থাকা নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরিরের দাওয়াতি ও অর্থ বিভাগের সদস্য শাকির খানকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার রাতে রাজধানীর কাফরুল থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

বাহিনীটি বলছে, শাকির খান দীর্ঘ নয় বছর পলাতক ছিলেন। তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে এবং একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি তিনি।

রবিবার র‌্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম বলেন, ‘শাকির খান দীর্ঘদিন আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিল এবং জঙ্গি সংগঠনের কার্যক্রম অব্যাহত রেখেছিল। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দুটি মামলা রয়েছে। রাজধানীর আদাবর থানার মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।’

শিহাব করিম আরও বলেন, ‘গ্রেপ্তারকৃত শাকির খান ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় নিষিদ্ধ ঘোষিত বই বিতরণ ও তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিল। সে হিযবুত তাহরির বাংলাদেশ শাখার আমিরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত। অনলাইন ও অফলাইনের মাধ্যমে হিযবুত তাহরির গ্রুপ লিডারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে বিভিন্ন মসজিদে রাষ্ট্র ও সরকারবিরোধী লিফলেট বিতরণ করে আসছিল সে।’

জঙ্গি শাকির খানকে মোহাম্মদপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

(ঢাকাটাইমস/২৫জুন/এসএস/এফএ)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :