মানিকগঞ্জে বেশি দামে মসলা বেচায় চার দোকানে জরিমানা

মানিকগঞ্জে অতিরিক্ত মূল্যে মসলা বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে চার দোকানে নয় হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার দুপুরে মানিকগঞ্জ শহরের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযানে শ্যামল ঘোষ স্টোরকে দুই হাজার টাকা, শহীদুল্লাহ স্টোরকে এক হাজার টাকা, ফরাজী স্টোরকে তিন হাজার ও আনোয়ার মসলা স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, ঈদুল আজহা উপলক্ষ্যে মসলার বাজার অস্থিতিশীল করার জন্য কিছু অসাধু ব্যবসায়ী মসলার দাম বাড়িয়ে বিক্রি করছেন। এমন অভিযোগের ভিত্তিতে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ শহরের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়।
এসময় অতিরিক্ত মূল্যে মসলা বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে চার দোকানে নয় হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: জ্বালানি সংকট কেটেছে, পায়রা বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু
অভিযানে সদর জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আব্দুল হান্নান ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।
(ঢাকাটাইমস/২৫জুন/এসএম)

মন্তব্য করুন