খেলাধুলার মাধ্যমেও বাংলাদেশ বিশ্বে পরিচিত: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ জুন ২০২৩, ১৫:০৬| আপডেট : ২৭ জুন ২০২৩, ১৫:২৪
অ- অ+

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিভিন্ন ইভেন্ট আয়োজনের মাধ্যমেই আমরা জাতীয় দলের খেলোয়াড় পাবো। মাশরাফি, সাকিব, মুশফিক, শান্তসহ সকলে ভাল খেলে দেশের জন্য। তারাই সারাবিশ্বে খেলাধুলার মাধ্যমে বাংলাদেশকে পরিচিত করেছে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা প্রতিটি বিদ্যালয়ে চলমান রাখতে হবে। নতুন কারিকুলামে শিক্ষা কার্যক্রম চলছে।

মঙ্গলবার দুপুরে চাঁদপুরে গনি মডেল উচ্চ বিদ্যালয়ে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের রানার্স আপ দলের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টুর্নামেন্টে গণি মডেল উচ্চ বিদ্যালয় জাতীয় পর্যায়ে ফাইনাল খেলায় রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে মন্ত্রী বিদ্যালয়ের প্রত্যেক খেলোয়াড়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং নিজের হাতে মিষ্টি খাওয়ান।

দীপু মনি বলেন, টুর্নামেন্টে এই বিদ্যালয়ের অংশগ্রহণকারী খেলোয়াড়, কোচ, ম্যানেজারসহ সকলে আন্তরিত অভিন্দন জানাই। তোমরা চাঁদপুরের জন্য একটি গৌরব অর্জন করেছো। তোমাদের সকলের জন্য একটি বড় ধরনের অনুষ্ঠানের আয়োজন করার চেষ্টা করা হবে। আমাদের প্রধানমন্ত্রী খেলাধুলা অনেক পছন্দ করেন। ক্রীড়ার উন্নয়নে তিনি কাজ করছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও একজন খেলোয়াড় ছিলেন।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য নকীবুল ইসলাম চৌধুরী ও বিদ্যালয় প্রধান শিক্ষক মো. আব্বাস উদ্দিন।

এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভুঁইয়া, চাঁদপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রনজিত রায় চৌধুরীসহ বিদ্যালয়ের শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৭জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের আট বিভাগে হবে স্পোর্টস হাব
তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই: আমিনুল হক 
খেলাধুলাই পারে একটি জাতিকে এক কাতারে আনতে: আমিনুল হক 
তারেক রহমান খেলাধুলায় সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন: আমিনুল হক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা