কাপ্তাইয়ে চাঁদাবাজির সময় ২ জেএসএস সন্ত্রাসী গ্রেপ্তার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জুন ২০২৩, ২০:৫৭

রাঙামাটির কাপ্তাইয়ে চাঁদাবাজির সময় হত্যা মামলার আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে সেনা জোন ও পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি দেশীয় এলজি, ৩ রাউন্ড কার্তুজ, ২টি মোবাইল ফোন ও চাঁদার নগদ অর্থ এবং এনআইডি কার্ড উদ্ধার করা হয়েছে। তবে এসময় আরও তিন থেকে চার জন পাহাড়ি সন্ত্রাসী পালিয়ে গেছে।

মঙ্গলবার (২৭ জুন) রাত ১০টায় উপজেলার বালুচর স্টিল ব্রিজের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটকৃতরা হলো- বাসিং অং মারমা (৪৫) ও অং সিং মং মারমা (৩৫)। তারা কাপ্তাইয়ের ২ নম্বর রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া এলাকার বাসিন্দা।

নিরাপত্তা বাহিনী জানায়, উপজেলার বালুচর স্টিল ব্রিজের পাশে কাপ্তাই-লিচুবাগান সড়কে পশুবহনকারী ট্রাক এবং অন্যান্য গাড়ি আটকে পাঁচ থেকে ছয় জন ব্যক্তি চাঁদা আদায় করছে; এমন তথ্যের ভিত্তিতে কাপ্তাই জোন অটল ৫৬ এর ওয়ারেন্ট অফিসার মো. ফারুকের নের্তৃত্বে একটি টহল দল এবং কাপ্তাই থানার পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ১টি দেশীয় এলজি, ৩ রাউন্ড কার্তুজ, ২টি মোবাইল ফোন ও চাঁদার নগদ অর্থ এবং এনআইডি কার্ড উদ্ধার করা হয়েছে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, আটক সন্ত্রাসী বাসিং অং মারমা এর আগেও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক বিচ্ছিনতাবাদী সংগঠন জেএসএসের (মূল) হয়ে চাঁদাবাজি করার সময় গ্রেপ্তার হয় এবং এক বছর কারাদণ্ডও ভোগ করে। এছাড়া তার বিরুদ্ধে দুইটি হত্যা মামলা রয়েছে। অপর ব্যক্তি অং সিং মং মারমা ও জেএসএসের (মূল) একজন সশস্ত্র সন্ত্রাসী হয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই আসামি চাঁদাবাজির কথা স্বীকার করেছেন। তাদের আজ বুধবার (২৮ জুন) সকালে রাঙামাটি আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

দিনাজপুরে ভোট গণনার পর সংঘর্ষ, পুলিশের গুলিতে ইউপি সদস্য প্রার্থীর সমর্থক নিহত

বহিষ্কৃত প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: সেলিম ভূইয়া

নোয়াখালীতে গরমে অসুস্থ এক শিক্ষক ও ১৪ শিক্ষার্থী

জয়পুরহাটে জামায়াত-শিবিরের ৬১ নেতাকর্মী কারাগারে

হিট স্ট্রোকে মাদারীপুরে ব্যবসায়ী ও কৃষকের মৃত্যু

সালথায় তীব্র গরমে অসুস্থ স্কুলের ১৩ শিক্ষক-শিক্ষার্থী 

আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া আসামি ঢাকায় গ্রেপ্তার

শতকোটি ব্যয়ে রংপুরে হচ্ছে ৪৬০ বেডের ক্যানসার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল

তীব্র খরার পুড়ছে পাটক্ষেত, পাতালেও মিলছে না পানি! দিশেহারা কৃষক

চাঁদপুরে প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন

এই বিভাগের সব খবর

শিরোনাম :