নরসিংদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত ১০

নরসিংদীর মাধবদীতে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে রাকিব হোসেন (২৫) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। সংঘর্ষে দুই বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর ৫টায় ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীর ভগীরথপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের বাগহাটা এলাকার গুলজার মিয়ার ছেলে।
এদিকে আহত দশ জনের মধ্যে চারজন নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তারা হলেন- মো. সাইদ মিয়া (৩০), রানা মিয়া (২৫), আসাদ মিয়া (৩৪) ও অপু মিয়া (১৩)। এছাড়া বাকিদের পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশ ও বাস দুটির যাত্রীরা জানান, বুধবার রাত আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীর ভগীরথপুর এলাকার মুক্তাদির ডাইংয়ের সামনে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এসময় অন্তত ১০ জন আহত হয়েছেন।
বাসের অন্য যাত্রীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান রাকিব হোসেন। জরুরি বিভাগে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহমুদুল কবির জানান, দুর্ঘটনার শিকার রাকিব হোসেন নামের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার লাশ মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তাদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
আরও পড়ুন: দশ বছর পর নিজ গ্রামে ঈদ করলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ উপপরিদর্শক কবির হোসেন ভূঁইয়া জানান, নিহতের পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের জন্য আবেদন করেছেন। দুর্ঘটনাকবলিত বাস দুটিই জব্দ করে ফাঁড়িতে আনা হয়েছে।
(ঢাকাটাইমস/৩০জুন/এসএম)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

চাঁদপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাচ্ছে মাধ্যমিকের নতুন বই

বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুর বাড়িতে বোমা হামলা, গাড়িতে আগুন

নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই: ইসি আলমগীর

মানবতাবিরোধী অপরাধ: বাগেরহাটের ৭ জনের রায় বৃহস্পতিবার

পাঁচবিবিতে তিল চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

মৌলভীবাজার-২: নৌকা না পেয়ে স্বতন্ত্র লড়বেন আ.লীগের ৩ নেতা

বরিশালে ট্রাকের ধাক্কায় মেডিক্যাল শিক্ষার্থী নিহত

খুলনায় মোংলা ইপিজেডের বাসে আগুন

টাঙ্গাইলে থেমে থাকা বাসে আগুন
