লক্ষ্মীপুরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে প্রাণ গেল যুবকের

লক্ষ্মীপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. নিশান (৩০) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যায় সদর উপজেলার পূর্ব চররুহিতা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিশান উপজেলার চররুহিতা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ভোলার বাপের বাড়ির নবী উল্যার ছেলে।
জানা যায়, সন্ধ্যায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে নিশান বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: কাঁচা মরিচের দাম বৃদ্ধির কারণ জানে কৃষি মন্ত্রণালয়: বাণিজ্যমন্ত্রী
লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেহ উদ্দিন অটোরিকশা চালক নিশানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
(ঢাকাটাইমস/০২জুলাই/এসএম)

মন্তব্য করুন