তেহরানে আন্তর্জাতিক ন্যানো প্রযুক্তি এক্সপো নভেম্বরে

ইরানের রাজধানী তেহরানে ৪ থেকে ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে ১৪তম আন্তর্জাতিক ন্যানো প্রযুক্তি উৎসব এবং প্রদর্শনী। সাম্প্রতিক বছরগুলোতে ইরানে ভালো প্রবৃদ্ধির অভিজ্ঞতা অর্জনকারী শিল্পগুলির মধ্যে ন্যানো প্রযুক্তি একটি। দেশটির বৈজ্ঞানিক উন্নয়ন প্রমাণ করে, ন্যানো প্রযুক্তি শিল্প এমন একটি শিল্প ক্ষেত্র যা ইরানকে সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশ্বের চতুর্থ স্থানে নিয়ে এসেছে।
বর্তমানে ১৫টিরও বেশি শিল্প ক্ষেত্রে ইরানের ন্যানোটেক পণ্যসামগ্রী দেশীয় প্রযুক্তির উপর ভিত্তি করে উৎপাদিত হচ্ছে এবং এসব পণ্য পাঁচটি মহাদেশের ৪৯টি দেশে রপ্তানি করা হয়।
গত এক বছরে (২০ মার্চ যা শেষ হয়েছে) ইরানি ন্যানোপণ্যের মোট বিক্রি হয়েছে ১১৫ ট্রিলিয়ন রিয়াল (প্রায় ৪২৫ মিলিয়ন মার্কিন ডলার)। সূত্র: তেহরান টাইমস
(ঢাকাটাইমস/০২জুলাই/কেএম)

মন্তব্য করুন