কবিতা
স্মৃতি অম্লান
(উৎসর্গ: সুপ্রিয় বন্ধু শিরিনের স্মৃতির প্রতি)

এখানে হাজার মানুষের ভিড়ে বান্ধব আছে ক’জন?
বিত্তবানদের এ তল্লাটে ক’জন রয়েছে স্বজন?
এখানে অনেক বন্ধুর মেলা; আসল বন্ধুর আকাল,
বন্ধুর আড়তে জুটছে কেবল বন্ধু নামের মাকাল।
এখানে অনেক আড্ডা-গল্প বন্ধু মহলে চলমান,
খাঁটি বন্ধুর খোঁজে তবু চলে নিরন্ত সন্ধান।
হাসি-তামাসার আসরে চলছে ক্ষেপিয়ে তোলার খুনসুটি,
নির্মল কতো রস-রসিকতায় বন্ধুরা খায় লুটোপুটি।
কথার পিঠে কথা জুড়ে দিয়ে হয় নিরর্থ কথকতা,
হাসতে হাসতে গায়ে পড়ে নেয় সুখ-সোহাগের উষ্ণতা।
বন্ধুমেলা শেষ হলে সব বন্ধুত্বের যবনিকা,
এমন বন্ধু স্ফুলিঙ্গ কিবা মূলপাঠেরই পাদটীকা।
আসর যখন জমজমাটি বন্ধুরও জোটে মহামেলা,
জীবন-সাগরের উত্তাল ঢেউয়ে একা সামলাই ভেলা।
তখন কোন বন্ধুর টিকির মেলে না খানিক সন্ধান,
হাওয়ায় তাড়িত শুকনো পাতার মতো তারা ধাববান।
বন্ধু মানে যার আলিঙ্গনে সব কষ্টের উপশম,
যার প্রবোধের নির্ভরতায় মৃত প্রাণে ফিরে দম।
বন্ধু মানে মনের যাতনার অব্যবহিত হ্রাস,
বন্ধু মানে শ্বাসরোধী বোধে নির্মল সুবাতাস।
বন্ধু মানে মর্মের সকল গভীর কষ্ট লাঘব,
বন্ধু মানে ভরসা জাগানো— ’মানবে না পরাভব’।
বন্ধু মানে বিপদের দিনে সহানুভূতির হাত,
যে হাতের জোরে রোধ হয়ে যায় বিনাশী বজ্রপাত।
বন্ধু মানে আপদকে বলা,’এক পা-ও এগুবে না’।
সখাকে রক্ষায় জারি হবে তোমার গ্রেফতারী পরেয়ানা।
বন্ধু মানে ম্রিয়মান বুকে সাহসের সঞ্চার,
সাহচর্যের খঞ্জরে করা একাকীত্বের সংহার।
সারথির ব্যথা নিজ অন্তরে করে যারা অনুভব,
তাদের জীবনই উপভোগ করে মিলিত মহোৎসব।
দুর্দিন এলে বইবে যে তোমার দু:খের খানিক বোঁঝা;
এমন বন্ধু খুঁজবার মানে খড়ের গাদায় সুই খোঁজা।
দু:খের দিনের দরদী না হলে তাকে কে বন্ধু বলে!
দুর্গম পথের সঙ্গী না হয়ে দূরে থাকে কৌশলে।
এরই মাঝে তুমি ছিলে অনন্য বন্ধুবৃত্তের মণি,
সহমর্মিতায় তুমি ছিলে এক ঐক্যের বন্ধনী।
সেই সাক্ষর রেখে গেছো তুমি বন্ধুবৎসলতায়,
সোনালী আখরে তোমার কীর্তি লিখা রবে স্মৃতিগাথায়।
বন্ধুত্বের পাথুরে জমিনে তুমি ছিলে বারিধারা,
প্রিয় সখাদের হয়েছো ভরসা যারা হতো দিশেহারা।
বন্ধুদেরকে আত্মার টানে তুমি টেনে নিতে পাশে,
মনের আকুতি ফুটতো তোমার আহ্লাদ উল্লাসে।
কোনো বন্ধুর মুখে ঝুললে মন-খারাপের বিজ্ঞাপন,
তোমার দরদী হাসিতে হাসতো বিবর্ণ সে বদন।
সব মানুষই বন্ধু হয় না; বিশেষ বিশেষ প্রাণ,
তারা প্রকৃত বন্ধু হয়ে রাখে সখ্যের মান।
বন্ধুত্বকে দিয়েছো তুমি উচ্চ শিখরে স্থান,
তোমার স্মৃতি আমাদের মাঝে রবে চির অম্লান।_
—

মন্তব্য করুন