অপহরণের দুদিন পর পুকুরে মিলল শিশুর মরদেহ, যুবক আটক

রাজশাহী ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জুলাই ২০২৩, ১৩:৪১| আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১৩:৪৭
অ- অ+

রাজশাহীতে অপহরণের দুদিন পর পুকুর থেকে আনিকা নামে আট বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে অপহরণের ঘটনায় পলাশ নামে এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার ভোরে নগরীর ছোটবনগ্রামে খোরশেদের মোড় এলাকার পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আনিকা নগরীর নওদাপাড়া ছোটবনগ্রাম এলাকার আজিম উদ্দিনের মেয়ে। এর আগে শনিবার সন্ধ্যার দিকে নওদাপাড়া থেকে আনিকা অপহরণের শিকার হয়।

শাহ্ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যায় অপহরণের ঘটনায় শিশুটির বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ঘটনায় তদন্তে নগরীর বড় বনগ্রাম এলাকার পলাশ নামে যুবককের সংশ্লিষ্টতা পেলে তাকে আটক করা হয়।

আটক পলাশ পুলিশকে জানায় মুক্তিপণের টাকা না দেওয়ায় শিশুটিকে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে রাখা হয়। পরে পলাশকে সঙ্গে নিয়ে সোমবার ভোরে নগরীর ছোটবনগ্রাম খোরশেদের মোড় এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: মাদারীপু‌রে বাস-কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে আহত ২০

ওসি বলেন, মরদেহটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া এ ঘটনায় শাহ মখদুম থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/৩জুলাই/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভৈরবে ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে তিন প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা 
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: মোদি-শেহবাজকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা
সমন্বিত সড়ক নিরাপত্তায় মিডিয়া ফেলোশিপ’ পেলেন যুগান্তরের ইমন রহমান
হবিগঞ্জে সমন্বয়কারীদের ওপর  হামলার অভিযোগে দুজন গ্রেফতার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা