ঘুমন্ত স্বামীর ওপর গরম পানি ঢাললেন দ্বিতীয় স্ত্রী

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২৩, ১৩:৫৪| আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১৪:১৪
অ- অ+

জামালপুরের সরিষাবাড়ীতে ঘুমন্ত স্বামীর ওপর গরম পানি ঢেলে দিয়েছেন তার দ্বিতীয় স্ত্রী। এতে মারাত্মক দগ্ধ হয়েছেন স্বামী রুবেল মিয়া (৩৮)।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের সেংগুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর রুবেল মিয়ার ভাতিজা তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ স্থানান্তর করেন চিকিৎসক।

দগ্ধ রুবেলের ভাতিজা আব্দুর রশিদ বলেন, চাচার চিৎকারে আমি এগিয়ে গিয়ে দেখি চাচার ওপর গরম পানি ঢেলে শরীরের বিভিন্ন স্থানে ঝলসে দিয়েছেন চাচী। পরে তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।

সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেহেদী হাসান বলেন, দগ্ধ রুবেল মিয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে ঘুমন্ত স্বামীর ওপর গরম পানি ঢেলেছেন তার দ্বিতীয় স্ত্রী নাছিমা বেগম।

পারিবারিক সূত্রে জানা গেছে, ধনবাড়ী উপজেলার আমজাদ ভূইয়ার পালক ছেলে রুবেল মিয়ার প্রথম স্ত্রীর মৃত্যুর পর ১৫ বছর আগে একই উপজেলার কাঁঠালিয়াবাড়ী গ্রামের নুরুল ইসলামের মেয়ে নাছিমা বেগমের সঙ্গে বিয়ে হয়। এ দম্পতির ঘরে দুই কন্যা সন্তান রয়েছে।

এর মধ্যেই উপজেলার সরিষাবাড়ী পৌরসভার শিমলাপল্লী তাড়িয়াপাড়া এলাকার প্রয়াত আব্দুলের কন্যা স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়া রাশেদা বেগমকে তৃতীয় বিয়ে করেন রুবেল। দ্বিতীয় স্ত্রীকে না জানিয়ে তৃতীয় বিয়ে করায় তাদের মধ্যে পারিবারিক কলহ চলছে দীর্ঘদিন ধরে। কলহের জেরে রুবেল স্ত্রী নাছিমাকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।

আরও পড়ুন: সাগর নন্দিনী-২ জাহাজ বিস্ফোরণের ঝুঁকিমুক্ত: ফায়ার সার্ভিস

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, এ খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/০৪জুলাই/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভৈরবে ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে তিন প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা 
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: মোদি-শেহবাজকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা
সমন্বিত সড়ক নিরাপত্তায় মিডিয়া ফেলোশিপ’ পেলেন যুগান্তরের ইমন রহমান
হবিগঞ্জে সমন্বয়কারীদের ওপর  হামলার অভিযোগে দুজন গ্রেফতার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা