বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রপ্তানি বন্ধ আজ

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জুলাই ২০২৩, ১১:৪০| আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১২:২১
অ- অ+

ভারতে পঞ্চায়েত ভোটের কারণে বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে একদিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ আজ। তবে স্বাভাবিক রয়েছে যাত্রী পারাপার।

শনিবার সকাল থেকেই স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।

তিনি বলেন, পঞ্চায়েত ভোটের কারণে শনিবার আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা জানিয়েছেন ওপারের পেট্রোপোল বর্ডার এক্সপোর্ট ইমপোর্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সমরেন্দ্র দাস।

তিনি বলেন, শনিবার পঞ্চায়েত ভোটের কারণে দেশটির সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছেন। এতে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ভোটের কাজে নিজ নিজ এলাকায় থাকবেন। তাই আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

আরও পড়ুন: বিএনপি জামায়াত দেশকে ধ্বংস করার পাঁয়তারা করছে: নাছিম

তবে পেট্রাপোল কাস্টমস ও বন্দরের কাজ বন্ধ থাকলেও বেনাপোল বন্দর ও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে ইমিগ্রেশন ওসি আহসান হাবীব।

(ঢাকাটাইমস/০৮জুলাই/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ হলো আওয়ামী লীগ
যুদ্ধবিরতির মধ্যেই জম্মু-কাশ্মীরে ফের বিস্ফোরণ
বিএনপির কাছে সবার আগে বাংলাদেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব: মুন্না
শাহবাগ ছেড়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আন্দোলনকারীরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা