তিস্তায় নৌকাডুবিতে ৩ শ্রমিক নিখোঁজ

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ জুলাই ২০২৩, ১২:১০ | প্রকাশিত : ০৯ জুলাই ২০২৩, ১১:১১

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নৌকাডুবিতে ৩ কৃষি শ্রমিক নিখোঁজ হয়েছেন। রবিবার সকাল ৮টার দিকে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ধুবনী এলাকায় হাজীর মোড়ের পশ্চিম পাশে তিস্তা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন- ফজলুর রহমান, আহেদুল ইসলাম ও সফিকুল ইসলাম। তাদের বাড়ি উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে।

সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি ডিঙি নৌকায় কাজের উদ্দেশ্যে তিস্তা নদী পার হওয়ার চেষ্টা করেন ১৮-২০ জন শ্রমিক। এ সময় মাঝ নদীতে প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এতে অনেকেই সাঁতরিয়ে পাড়ে উঠলেও তিনজন নিখোঁজ রয়েছেন।

হাতীবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ডুবুরি না থাকায় রংপুরে খবর পাঠানো হয়েছে। ডুবুরি দল এলেই উদ্ধার তৎপরতা চালু করা হবে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিমের পাশাপাশি হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ অব্যাহত রেখেছে।

(ঢাকাটাইমস/০৯জুলাই/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :