লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপরে, নদীপাড়ে বন্যার আশঙ্কা

উজান থেকে নামা পানির ঢলে লালমনিরহাটে তিস্তা নদীতে পানি আবারও বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট।
বৃহস্পতিবার সকালে জেলার তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
এদিকে জলকপাট খুলে দেওয়ায় জেলার হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার চরাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। এছাড়া পানি বৃদ্ধি অব্যাহত থাকলে এসব এলাকায় বন্যার আশঙ্কা করছেন নদীপাড়ের মানুষ।
আরও পড়ুন: চাঁদপুরে ১২০০ পিস ইয়াবাসহ দম্পতি আটক
ডালিয়া পয়েন্টে পানি পরিমাপক কর্মকর্তা নূর ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, নদীর ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবার এখন পর্যন্ত তিস্তার পানি চতুর্থ বারের মতো বেড়েছে ।
(ঢাকাটাইমস/১৩জুলাই/এসএম)

মন্তব্য করুন