কুমিল্লায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, আহত অর্ধশতাধিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুলাই ২০২৩, ২১:০৩
অ- অ+

নোয়াখালীতে পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার সময় কুমিল্লার লাকসামে মুরাদনগর বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। মহাসড়কে নেতাকর্মীদের গাড়িতে হামলার সময় ৪০-৫০জন ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলা চালায় বলে অভিযোগ করেছেন মুরাদনগর উপজেলা বিএনপির সভাপতি মুহাম্মদ মহিউদ্দিন।

এই ঘটনায় উপজেলা বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন, তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। আহতরা কুমিল্লার আকন্দ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জাতীয়তাবাদী কৃষক দল, শ্রমিক দল, জাসাস, মৎসজীবী দলের উদ্যোগে নোয়াখালীর জেলা স্টেডিয়ামে ‘দেশ বাঁচাতে মেহনতী মানুষের পদযাত্রা’ আয়োজন করা হয়। এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পূর্বঘোষিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সার্বিক তত্ত্বাবধানে কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী ১৩টি বাস ও ৩৮টি মাইক্রোবাস নিয়ে নোয়াখালীর উদ্দেশ্যে রওয়ানা হন।

মুরাদনগর উপজেলা বিএনপির সভাপতি মুহাম্মদ মহিউদ্দিন বলেন, দুপুর ২টার দিকে নেতাকর্মীদের বহনকারী গাড়ীগুলো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাকসামের জংশন বাজার এলাকায় পৌঁছালে লাকসাম উপজেলার চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতার নেতৃত্বে ৪০-৫০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ হাতে চাইনিজ কুড়াল, রামদা, হকিস্টিক, রডসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছিলেন।

এ সময় তারা ২৫-৩০টি গাড়ি ভাঙচুর করে। এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা মুজিবুল হক, কৃষক দলের নায়েব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাছির আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফারুক আহমেদ বাদশা, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বশিরুল ইসলাম মোল্লা, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন, কবির হোসেন, নবীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন, সালাউদ্দিন আহমেদ মারাত্মক আহত হোন।

(ঢাকাটাইমস/১৪জুলাই/জেবি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
যুদ্ধবিরতির মধ্যেই জম্মু-কাশ্মীরে ফের বিস্ফোরণ
বিএনপির কাছে সবার আগে বাংলাদেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব: মুন্না
শাহবাগ ছেড়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আন্দোলনকারীরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা