বরিশালে বাস-ট্রলি সংঘর্ষে নিহত ৩, গুরুতর আহত ৪

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১৬:৫২ | প্রকাশিত : ১৫ জুলাই ২০২৩, ১৬:৪০

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রলি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও চারজন। শনিবার দুপুর ২টার দিকে বরিশাল বিমানবন্দর থানাধীন ছয় মাইল মল্লিক বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানজট ছিল। পরে পুলিশের হস্তক্ষেপে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

নিহতরা হলেন, বিমানবন্দর থানার কাশিপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড রাজমাতা কলসগ্ৰামের আবুল কালাম হাওলাদারের ছেলে এমদাদুল হক (৩৮), একই এলাকার পশ্চিম রহমতপুর বাদামতলা ৩ নং ওয়ার্ডের মো. সেন্টু হাওলাদারের ছেলে নাদিম হাওলাদার (১২) ও এয়ারপোর্ট থানার উওর রহমতপুর এলাকার বাসিন্দা সিনবাদ। আহতেরা হলেন শেরেবাংলা সড়কের হাবিবের ছেলে শামিম (২০), ফারুক, রহমত ও রাব্বি।

বিমানবন্দর থানার ওসি তদন্ত লোকমান হোসেন বলেন, ঢাকা থেকে বরিশাল আসর পথে ছয়মাইল মল্লিক বাড়ির সামনে গুনগুন পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রলিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরেকজনের।

এ সময় আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই ট্রলিতে ছিলেন বলে জানা গেছে। এ সময় তিনি আরও বলেন, ঘটনার পর বাসের চালক ও হেল্পার পালিয়ে গেছে তবে বাসটি আটক আছে।

(ঢাকাটাইমস/১৫জুলাই/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :