গোসাইরহাটে নৌকার প্রার্থীকে হারিয়ে মেয়র হলেন বিদ্রোহী প্রার্থী আউয়াল

শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আবদুল আউয়াল সরদার বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও গোসাইরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম।
নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম ঢাকা টাইমসকে বলেন, আব্দুল আউয়াল নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৬৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার জাকির হোসেন দুলাল পেয়েছেন ২ হাজার ৯৯৫ ভোট।
তিনি আরও বলেন, ৬১০ ভোটের ব্যবধানে পরাজিত হন আওয়ামী লীগের জাকির হোসেন দুলাল।
সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়; কোথায় কোনো অপ্রতীকর ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
(ঢাকাটাইমস১৭জুলাই/এআর)

মন্তব্য করুন