দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশির মরদেহ উদ্ধার

ফেনী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জুলাই ২০২৩, ১১:৫৬
অ- অ+

দক্ষিণ আফ্রিকার বেলকন শহরে মোহাম্মদ বেলাল হোসেন নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়নের চাঁদপুর ৯ নম্বর ওয়ার্ডের আবু তাহের কোম্পানি বাড়ির মৃত ইউনুছ মিয়ার ছেলে।

সোমবার বাংলাদেশ সময় ভোরে বেলকন শহরের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তার শ্যালক দক্ষিণ আফ্রিকা প্রবাসী মো. শাহজাহান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার রাতে দোকানের কাজ শেষ করে দোকানের পেছনে ঘুমান বেলাল। ভোরে সেখানের এক বাঙালি মোবাইল ফোনে বেলালের মৃত্যুর খবর জানান। সেখানের কেউ কেউ বলছে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তবে তার শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। বেলালের দোকানে আফ্রিকান একজন কর্মচারী কাজ করত বলেও জানান তিনি।

শাহজাহান আরও জানান, সকালে দোকানের আশপাশের লোকজন বেলালের মরদেহ স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। মরদেহ এখনও সেই হাসপাতালে রয়েছে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, বেলাল ২০১৫ সালে জীবিকার তাগিদে আফ্রিকায় পাড়ি দেন। সেখানে তার একটি মুদি ও মনিহারি দোকান রয়েছে। ছেলে।

আরও পড়ুন: মাদারীপুরে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ, শিশু আক্রান্তের হার বেশি

তার পরিবারে মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মৃত্যুর খবর পাওয়ার পর থেকে তার পরিবারে চলছে শোকের মাতম।

(ঢাকাটাইমস/১৮জুলাই/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জেডআরএফ’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক মোর্শেদ
শ্রীপুরে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দুপক্ষের সংঘর্ষ, পুলিশের এসি-ওসিসহ আহত ১০
রাজনৈতিক দল নিষিদ্ধ সব সমস্যার সমাধান নয়: গয়েশ্বর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা