দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশির মরদেহ উদ্ধার

দক্ষিণ আফ্রিকার বেলকন শহরে মোহাম্মদ বেলাল হোসেন নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়নের চাঁদপুর ৯ নম্বর ওয়ার্ডের আবু তাহের কোম্পানি বাড়ির মৃত ইউনুছ মিয়ার ছেলে।
সোমবার বাংলাদেশ সময় ভোরে বেলকন শহরের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তার শ্যালক দক্ষিণ আফ্রিকা প্রবাসী মো. শাহজাহান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার রাতে দোকানের কাজ শেষ করে দোকানের পেছনে ঘুমান বেলাল। ভোরে সেখানের এক বাঙালি মোবাইল ফোনে বেলালের মৃত্যুর খবর জানান। সেখানের কেউ কেউ বলছে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তবে তার শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। বেলালের দোকানে আফ্রিকান একজন কর্মচারী কাজ করত বলেও জানান তিনি।
শাহজাহান আরও জানান, সকালে দোকানের আশপাশের লোকজন বেলালের মরদেহ স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। মরদেহ এখনও সেই হাসপাতালে রয়েছে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, বেলাল ২০১৫ সালে জীবিকার তাগিদে আফ্রিকায় পাড়ি দেন। সেখানে তার একটি মুদি ও মনিহারি দোকান রয়েছে। ছেলে।
আরও পড়ুন: মাদারীপুরে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ, শিশু আক্রান্তের হার বেশি
তার পরিবারে মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মৃত্যুর খবর পাওয়ার পর থেকে তার পরিবারে চলছে শোকের মাতম।
(ঢাকাটাইমস/১৮জুলাই/এসএম)
সংবাদটি শেয়ার করুন
প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
প্রবাসের খবর এর সর্বশেষ

ইতালির বলোনিয়া আ. লীগের সভাপতি নিয়ামত, সম্পাদক বিপ্লব

পোল্যান্ড আ. লীগের সভাপতি মনির, সম্পাদক সাকু

গৌহাটিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আলোচনা

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ‘সশস্ত্র বাহিনী দিবস’ পালন

প্রবাসে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি বিএনপির

পর্তুগালে প্রবাসী বাংলাদেশি মহিলা উদ্যোক্তাদের আয়োজনে অটাম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ফিনল্যান্ড আ. লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের আয়োজনে শীতকালীন উৎসব

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৭৭ অভিবাসী আটক
