কুড়িয়ে পাওয়া নির্বাক শিশু নিয়ে বিপাকে পান ব্যবসায়ী

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জুলাই ২০২৩, ২১:৫২
অ- অ+

নির্বাক ৬ বছর বয়সী এক শিশুকে নিয়ে বিপাকে পড়েছেন মোস্তাফিজুর রহমান নামের এক পান ব্যবসায়ী। শিশুটি তার পরিচয় সম্পর্কে কিছু বলতে না পারায় অভিভাবকের কাছে পৌঁছে দিতে পারছে না তিনি। বর্তমানে শিশুটি কুড়িগ্রামের উলিপুর পৌরসভা এলাকার বাকরের হাট বাজার মন্ডল সুপার মার্কেটে রয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলের দিকে এক অটোরিকশা চালক শিশুটিকে ওই বাজারে নামিয়ে দিয়ে চলে যায়। পরে নির্বাক শিশুটি কান্নাকাটি করতে করতে ওই পান দোকানীর কাছে চলে যায়। পরে শিশুটি নিজের নাম নাহিদ ও বাবা মিস্ত্রি কাজ করে এটুকুই বলতে পারছে। পূর্ণ ঠিকানা বলতে না পারায় শিশুটিকে নিয়ে বিপাকে রয়েছেন ওই ব্যবসায়ী।

শিশুটির সন্ধানে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তার ছবি দিয়ে পোস্ট করেছেন।

রফিকুল ইসলাম নামের একজন ফেসবুকে ব্যবহারকারী লিখেছেন, এই ছেলেটি বাকরের হাট বাজারে আছে ছেলেটি কিছুই বলতে পারছে না। ঠিকানা কোথায় নাম কী বাপের নাম কি কিছুই জানে না। ছেলেটিকে কেউ যদি চিনে থাকেন তাহলে দ্রুত যোগাযোগ করেন বাকরের হাট বাজারে মোস্তাফিজুরের পানে দোকানে।

পান দোকানি মোস্তাফিজুর রহমান বলেন, এক অটোরিকশা চালক আমাদের এখানে শিশুটিকে নামিয়ে দিয়ে চলে যায়। বর্তমানে শিশুটি আমার হেফাজতে রয়েছে। সে তার নাম ও বাবা মিস্ত্রি কাজ করে এটুকুই শুধু বলছে। সে পূর্ণ ঠিকানা বলতে না পারায় তাকে নিয়ে এখন আমি বিপদে আছি। তার পরেও তার পরিবারের সন্ধানে চেষ্টা চালাচ্ছি দেখা যাক কি হয়।

(ঢাকাটাইমস/১৮জুলাই/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
ডিবি হারুন ধরাছোঁয়ার বাইরেই থাকলো?
মিরপুরে ট্রাফিক সদস্যদের মাঝে স্যালাইন বিতরণ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা