গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় উদ্বোধন হচ্ছে নতুন র‍্যাব ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ জুলাই ২০২৩, ১৮:০১
অ- অ+

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ায় উদ্বোধন হতে যাচ্ছে নতুন একটি র‍্যাব ক্যাম্প। বৃহস্পতিবার এই ক্যাম্প উদ্বোধন বাহিনীর মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। ক্যাম্পটি খুলনা র‍্যাব-৬-এর আওতায় তাদের কার্যক্রম পরিচালনা করবে। এর ফলে র‌্যাব-৬ এর ক্যাম্পের সংখ্যা দাঁড়াবে ছয়টিতে।

র‍্যাব জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে ভাটিয়াপাড়ায় র‍্যাব-৬ এর নবনির্মিত ক্যাম্প উদ্বোধন করবেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। এসময় উপস্থিত থাকবেন র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস্) কর্নেল মো. মাহাবুব আলম, র‍্যাব-৬-এর অধিনায়ক লে. কর্নেল মো. ফিরোজ কবীর, গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) কাজী মাহবুবুল আলম, গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) আল-বেলী আফিফা, গোপালগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, গোপালগঞ্জের কাশিয়ানীর এম এ খালেক ডিগ্রি কলেজের অধ্যক্ষ কে এম মাহামুদ, গোপালগঞ্জের বিশিষ্ট রাজনীতিবিদ মাহাবুব আলী খান, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আফজাল হোসেন ও ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো.জায়েদুর রহমান প্রমুখ।

উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন র‍্যাব মহাপরিচালক। পরে ক্যাম্প পরিদর্শন শেষে বিকাল সাড়ে চারটার দিকে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সুধী সমাবেশে অংশগ্রহণ করবেন তিনি।

(ঢাকাটাইমস/১৯জুলাই/এসএস/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গভীর রাত হলেই পদ্মায় শুরু হয় বালু উত্তোলনের মহোৎসব
রক্তমাখা কুড়াল আর গোলাপ নিয়ে ফারিণের এ কেমন ‘ইনসাফ’
দিনাজপুরে সড়কে ২ মোটরসাইকেল আরোহী নিহত
ভয়াবহ ধস নেমেছে ভারতের পর্যটন শিল্পে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা