বিদ্যুৎ নিয়ে মন্তব্য: এবার বরখাস্ত হলেন অতিরিক্ত সচিব হামিদুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জুলাই ২০২৩, ১৭:৩৯
অ- অ+

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরীবিক্ষণ ও মূল্যায়ন সেক্টর-১ এর সদ্য সাবেক প্রধান ও অতিরিক্ত সচিব এস এম হামিদুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বক্তব্য দিয়ে বিদ্যুৎ খাতের প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়ে সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশের পর সরকারের এ সিদ্ধান্ত এলো।

বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-১ এর সদ্য সাবেক প্রধান, অতিরিক্ত সচিব এস এম হামিদুল হকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমামলা, ২০১৮ এর বিধি ৩(খ) অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যেহেতু, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২(১) অনুযায়ী কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন মনে করেন। সেহেতু উক্ত বিধিমালার বিধি ১২(১) অনুযায়ী এস এম হামিদুল হককে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে বুধবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সদ্য সাবেক পরিচালক মোহাম্মদ মাহিদুর রহমানকে সাময়িক বরখাস্ত করে সরকার। ওএসডি করার পর উপসচিব মাহিদুরকে সাময়িক বরখাস্ত করে একইদিন প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। কেন মাহিদুরকে বরখাস্ত করা হয়েছে সে বিষয়ে কিছু বলা হয়নি আদেশে।

গণমাধ্যমের খবর অনুযায়ী, বিদ্যুৎখাত নিয়ে সরকারের সমালোচনা করে একটি প্রতিবেদন তৈরির সঙ্গে যুক্ত ছিলেন অতিরিক্ত সচিব এস এম হামিদুল হক ও উপসচিব মাহিদুর রহমান। এ নিয়ে খবর প্রকাশের পর ব্যাপক প্রতিক্রিয়া হয়।

(ঢাকাটাইমস/২০জুলাই/এসএস/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, ভয়াবহ তাণ্ডবের আশঙ্কা
গাজায় ইসরায়েলের হামলায় ২৬ ফিলিস্তিনি নিহত
গরমে দিনে কতটুকু পানি পান করলে শরীর সুস্থ থাকবে
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা