কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন ভাই-বোনের মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন ভাই বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো, তোফায়েল হোসেন (১১) ও সেবা খাতুন (৪)।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলো উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইগাছী গ্রামের মোঃ ছকিমুদ্দির সন্তান।
স্থানীয়রা জানান, নিহতদের বড় ভাই বাড়িতে থাকা অটোরিকশা চার্জ থেকে খুলে চালাতে গিয়ে উপরে থাকা বিদ্যুৎতিক তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় অটোরিকশা। এসময় অটোরিকশায় থাকা তার ভাই বোন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে। এ সময় নিহতদের বাবা মা বাড়িতে ছিলেন না।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ কৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি জেনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।
(ঢাকাটাইমস/২০জুলাই/এআর)

মন্তব্য করুন