শাজাহানপুরে যুবলীগ নেতা হত্যায় জড়িতদের নাম পেয়েছি, শিগগির গ্রেপ্তার: ডিবিপ্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ জুলাই ২০২৩, ১৬:১২ | প্রকাশিত : ২২ জুলাই ২০২৩, ১৫:৫০

রাজধানীর শাজাহানপুরের গুলবাগে যুবলীগ নেতা অলিউল্লাহ রুবেলকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের নাম পেয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান হারুন অর রশীদ।

শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

এদিন ব্রিফিংয়ে তিনি লালবাগে জমি ব্যবসায়ী এখলাস হত্যার মূলপরিকল্পনাকারী লেদার মনিরসহ পাঁচজনকে গ্রেপ্তারের বিষয়েও সাংবাদিকদের তথ্য দেন।

হারুন অর রশীদ বলেন, শাজাহানপুরে যুবলীগ নেতাকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদের নাম আমরা পেয়েছি। এ ঘটনার সঙ্গে যারা সরাসরি জড়িত, যারা মোটরসাইকেলে এসে পাহারা দিয়েছে এবং যারা হত্যা করে পালিয়েছে তাদের নাম, নম্বর আমরা পেয়েছি। আমরা অতি দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করব।'

যেহেতু টিপু হত্যাও একই এলাকায়, সেহেতু এই ঘটনার কোনো লিংক আছে কি না জানতে চাইলে হারুন বলেন, 'দুইটা ঘটনাই শাহজানপুর এলাকায়। আমরা যাদের নাম পেয়েছি শিগগির তাদের গ্রেপ্তার করব। এরপরই আমরা দেখব দুই ঘটনায় মিল আছে কি না।'

বৃহস্পতিবার রাজধানীর শাজাহানপুরের মালিবাগ বাজার রোডের ১৫৬ নম্বর বাড়ির সামনে অলিকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় দুর্বৃত্তরা। বাসা থেকে মাত্র কয়েক ফুট দূরে জখমের পর ছটফট করছিলেন এই যুবলীগ নেতা। সিসিটিভি ফুটেজে এমন দৃশ্য ধরা পড়ে। গুরুতর আহত অলিউল্লাহকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ধারণা করা হচ্ছে, রাজনৈতিক বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। অলিউল্লাহ ঢাকা মহানগর দক্ষিণের ১২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন। ২০১৩-১৪ সালে তিনি শাজাহানপুর থানা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ছিলেন। রাজনীতির পাশাপাশি ইন্টারনেট ও ডিস লাইনের ব্যবসায় যুক্ত ছিলেন তিনি।

পুরান ঢাকা তাহলে এখনো আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিবিপুলিশের প্রধান হারুন অর রশীদ বলেন, 'অনেকেই তো গ্রেপ্তার আছে। তারা জেলখানায় রয়েছে। আমরা বুঝতে পারি জেলখানায় গিয়েও তারা সলা-পরামর্শ করে। গ্রেপ্তারের পর রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসা করব, আন্ডারওয়ার্ল্ডের কারা কারা এই কাজগুলো করে।'

(ঢাকাটাইমস/২২জুলাই/এসএস/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দেশকে বাঁচাতে বড়-ছোট সব দলকে নিজ নিজ জায়গা থেকে আন্দোলন করতে হবে: দুদু 

প্রধানমন্ত্রীর সঙ্গে ১৪ দলের নেতাদের সভা বৃহস্পতিবার সন্ধ্যায়

বন্ধুরাষ্ট্রের কাছে কথিত আ.লীগের এমপিরাও নিরাপদ নয়: মির্জা ফখরুল

শ্রাবণের ওপর হামলার প্রতিবাদে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ মিছিল

যুবদল নেতা নয়নকে না পেয়ে তার বাবাকে গ্রেপ্তার করলো পুলিশ

সরকারের এমপি-মন্ত্রী, আমলা ও দলীয় নেতাকর্মীরা দেশের অর্থনীতি ধ্বংসস্তূপে পরিণত করেছে: ডা. ইরান 

ছাত্রলীগ-যুবলীগ করলে হাজার হাজার কোটি টাকা পাচার করা যায়: রিজভী

আহত শ্রাবণকে হাসপাতালে দেখতে গেলেন রিজভী

খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন মির্জা ফখরুল 

ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের উপর ছাত্রলীগের হামলা

এই বিভাগের সব খবর

শিরোনাম :