যে ফ্ল্যাটে মারা গেলেন সংসদ সদস্য আনোয়ারুল আজীম, সেটি কার?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২২ মে ২০২৪, ১৪:২৯ | প্রকাশিত : ২২ মে ২০২৪, ১৩:২৬

ঝিনাইদহ-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার গত ১১ মে ভারতে যান চিকিৎসার জন্য। এর দুদিন পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বুধবার কলকাতার নিউটাউনের একটি ফ্ল্যাট থেকে তার দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। তাকে হত্যার পর শরীরের বিভিন্ন অংশ কাটা হয়েছে, যার একটি অংশ নিউটাউনের অভিজাত আবাসন সঞ্জীবা গার্ডেন থেকে উদ্ধার হয়েছে। বাকি অংশ এখনো উদ্ধার হয়নি বলে কলকাতার একাধিক গণমাধ্যমকর্মী জানিয়েছেন।

জানা গেছে, সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের লাশের একাংশ যে ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে সেখানে তিনি ১৩ মে যান। নিউটাউনের ওই বাড়িতেই তাকে খুন করা হয়েছে। এরপর তার দেহ কয়েকটি খণ্ড করা হয়। যেগুলো একাধিক ব্রিফকেসে ভরে বিভিন্ন জায়গায় সরিয়ে ফেলা হয়েছে।

পুলিশের বরাতে কলকাতা২৪ জানিয়েছে, নিউটাউনে যে বাড়িতে তিনি গিয়েছিলেন সেটা একজন এক্সাইজ অফিসারের। ভাড়া নেওয়া ওই বাড়িতেই খুন করা হয়েছে সংসদ সদস্য আনারকে। খুনের দিন এই বাড়িতে নাকি নারীসহ একাধিক মানুষ ছিলেন। কিন্তু আনোয়ারুল আজীমের রহস্যজনক মৃত্যুর পর সবাই পালিয়ে গেছেন।

আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা তিনবার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

(ঢাকাটাইমস/২২মে/এসএস/এফএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে নিম্নচাপ, সমুদ্র বন্দরে সতর্ক সংকেত নেই

শিগগির সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, শিক্ষাক্রমে আপাতত পুরনো বই ও পরীক্ষা: শিক্ষা উপদেষ্টা

বন্যা মোকাবেলায় ক্যাম্পের সংখ্যা বাড়াল সশস্ত্র বাহিনী

৮ হাজার কোটি টাকার কেন্দ্রে বিদ্যুৎ নেই, এটাই উন্নয়নের বিভ্রান্তি: জ্বালানি উপদেষ্টা

উজানের দেশগুলোর কাছে বন্যা পূর্বাভাসের তথ্য চাওয়া হবে: পানিসম্পদ উপদেষ্টা

সিএমএইচগুলোতে চিকিৎসাধীন ছাত্রদের মধ্যে বাড়ি ফিরেছে ৬১০ জন

শিগগির সরকারের রূপরেখা প্রকাশ

পুলিশের লুট হওয়া আরও ৫৬৮ অস্ত্র উদ্ধার

জাতিসংঘে আইসিপিপিইডিতে প্রবেশাধিকারের দলিল জমা দিলো বাংলাদেশ

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯

এই বিভাগের সব খবর

শিরোনাম :