শেরপুরে প্রায় অর্ধকোটি টাকার মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

শেরপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২৩, ১৩:১৮
অ- অ+

শেরপুরে প্রায় অর্ধকোটি টাকার মাদকসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‍্যাব-১৪। এর আগে শনিবার তাদের আটক করে র‌্যাব।

গ্রেপ্তাররা হলেন- সুলতান মাহমুদ বাবু (৪২) ও তার স্ত্রী মুন্নি খাতুন (১৯)।

গ্রেপ্তার দুজন সদর উপজেলার গৌরিপুর এলাকার বাসিন্দা। তারা ভাড়া থাকতেন শহরের মধ্যশেরী বাড়ইপাড়া এলাকায়।

র‌্যাবের স্কোয়াড্রন লিডার ও কোম্পানী কমান্ডার আশিক উজ্জামান জানান, ২২ জুলাই র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মধ্যশেরী উত্তর বাড়ইপাড়া এলাকার রফিকুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় ভাড়াটিয়া সুলতান মাহমুদ বাবু ও তার স্ত্রী মুন্নি খাতুন (১৯) র‌্যাবের উপস্থিতি টের পেয়ে হেরোইন একটি প্লাস্টিকের ব্যাগে ভরে কৌশলে জানালা দিয়ে নিচে ফেলে দেয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে মাদকের ব্যাগটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: মাদক সেবনে বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আশিক উজ্জামান বলেন, এ সময় ৪৭২ গ্রাম হেরোইন, দুটি ডিজিটাল ওয়েট মেশিন, সীমসহ তিনটি মোবাইল ফোন সেট ও দুইটি রুপার চেইন জব্দ করা হয়। উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য ৪৭ লাখ বিশ হাজার টাকা। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করে।

(ঢাকাটাইমস/২৫জুলাই/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা