মাদক সেবনে বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২৩, ১১:৫৪| আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১২:১৮
অ- অ+

দিনাজপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যার দায়ে প্রভাত চন্দ্র রায় নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সোমবার দুপুরে দিনাজপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. যাবিদ হোসেন এ রায় ঘোষণা করেন।

এ সময় আসামি প্রভাত চন্দ্র রায় (৪০) উপস্থিত ছিলেন। তিনি দিনাজপুর সদর উপজেলার মাধবপুর চিরাকুঠি গ্রামের লালু চন্দ্র রায়ের ছেলে।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, প্রভাত চন্দ্রের সঙ্গে ২০০৯ সালে পারিবারিকভাবে দিনাজপুরের বিরল উপজেলার মোস্তফাবাদ এলাকার সুভাষ চন্দ্র রায়ের মেয়ে ববিতা রানী রায়ের বিয়ে হয়। তাদের সংসারে এক মেয়ে ও এক ছেলে সন্তান জন্ম হয়।

২০১৪ সালে প্রভাত বাড়ি থেকে চলে যায়। পরে তিনি ফিরে না আসায় ববিতা সন্তানদের নিয়ে মোস্তফাবাদ এলাকায় ভাই পরিতোষ রায়ের বাসায় আশ্রয় নেন। সেখানে অবস্থানের তিন মাস পর প্রভাত ফিরে এসে স্ত্রী ও সন্তানদের বাড়িতে নিয়ে যান। এরপর থেকে তিনি মাদকাসক্ত হয়ে পড়ায় সংসারে অশান্তি শুরু হয়। এতে বাধা দিলে বিভিন্ন সময় স্ত্রীকে মারধর করেন। তাদের কলহের বিষয়টি পারিবারিকভাবে একাধিকবার মীমাংসাও হয়।

প্রভাতের নেশা করার মাত্রা আরও বেড়ে গেলে প্রায়ই বাড়িতে কলহ ও মারধরের ঘটনা ঘটতো। ২০১৭ সালের ২৮ ডিসেম্বর ববিতা কলহের জের ধরে বাবার বাসায় চলে যেতে চাইলে প্রভাত লোহার শাবল দিয়ে স্ত্রীর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এসময় ববিতা মাটিতে লুটিয়ে পড়লে গলা টিপে ধরে শ্বাসরোধে হত্যা করে।

এ ঘটনায় ববিতার ভাই পরিতোষ চন্দ্র রায় বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় সাক্ষ্য-প্রমাণ শেষে সোমবার দুপুরে বিচারক এ রায় ঘোষণা করেন।

আরও পড়ুন: বড়পুকুরিয়ায় খনিতে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর ৬ দফা দাবিতে মানববন্ধন

মামলাটি রাষ্ট্রপক্ষে জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রবিউল ইসলাম পরিচালনা করেন।

(ঢাকাটাইমস/২৫জুলাই/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাউজানের ঘটনায় আমার সম্পৃক্ততা নেই: গিয়াস কাদের
ফেনীর বন‍্যা সমস্যার সমাধানে প্রশাসনের পদক্ষেপের দাবি মঞ্জুর
জামায়াত আমিরের হার্টে ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত
সরকারের দুই ছাত্র উপদেষ্টা এনসিপির কেউ নয়: নাহিদ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা