সেপ্টেম্বর-অক্টোবরে বিজয়ের লক্ষ্যে নির্বাচনি অভিযাত্রা করবে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১৫:২৩ | প্রকাশিত : ২৫ জুলাই ২০২৩, ১৪:৩৮

আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসে ‘আগামী নির্বাচনে বিজয়ের লক্ষ্যে অভিযাত্রা’ করবে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিসহ সকল শক্তিকে নিয়ে অভিযাত্রা হবে বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সেপ্টেম্বর-অক্টোবর থেকে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিসহ সকল শক্তিকে নিয়ে আগামী নির্বাচনে বিজয়ের লক্ষ্যে অভিযাত্রা করবো।’

‘আর ছাড় নয়, পাকিস্তানের বন্ধুদের হাতে এই দেশ ছেড়ে দেবো না। তাদের হাতে দেশ, গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, উন্নয়ন কিছুই নিরাপদ নয়। দেশের জন্য শেষ পর্যন্ত লড়াই করতে হলে করব কিন্তু কাউকে আর ছাড় নয়।’

ওবায়দুল কাদের শোকের মাস আগস্টের মর্যাদা অক্ষুণ্ন রাখতে আওয়ামী লীগ নেতাকর্মীদের তাগিদ দেন। বলেন, ‘কারো উস্কানিতে পা দেওয়া যাবে না। শুধু শোকের মাসই নয়, যেকোনো দিবস বা অনুষ্ঠানকে কেন্দ্র করে চাঁদাবাজি থেকে দূরে থাকতে হবে। কেউ যদি এসব করে ব্যবস্থা নেওয়া হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘শান্তি, শোক ও উন্নয়নের সমাবেশ হবে রংপুরে। আওয়ামী লীগ যখন শোকের মাসের কর্মসূচি দিতে যায় বিএনপি এবং কিছু মিডিয়া এটাকে পাল্টাপাল্টি কর্মসূচি বলে। আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি বা সংঘাত চায় না। যাদের জনসমর্থন নেই তারাই সংঘাত চায়।’

‘তবে আওয়ামী লীগ সতর্ক থাকবে। কেউ সংঘাত করতে এলে প্রতিহত করা হবে। বিএনপি খালি মাঠ পেলে সংঘাত করতে চাইবে। আমরা তা হতে দিতে পারি না।’

দেশের সত্তর শতাংশ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থাশীল উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ কষ্টে থাকলেও তারা শেখ হাসিনার প্রতি আস্থাশীল। শেখ হাসিনা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কাজ করে যাচ্ছেন। ৭০ শতাংশ জনগণ শেখ হাসিনার প্রতি আস্থাশীল।’

জনগণের প্রতিশ্রুতি রক্ষা করতে আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচন চায় মন্তব্য করে তিনি আরও বলেন, ‘বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাসী নয়, অস্ত্রের শক্তিতে বিশ্বাসী। এদেশে এরশাদ কিংবা জিয়াউর রহমান কেউই জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসেনি। অস্ত্রের শক্তিতে তারা ক্ষমতায় এসেছে।’

‘২০০৯ সালের পূর্বে এবং ২০০৯ পরবর্তীকালে নির্বাচন কমিশন ছিল প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে। শেখ হাসিনা এটাকে পরিবর্তন করেছেন। এখন নির্বাচন কমিশন স্বাধীন, সরকারের কোনো হস্তক্ষেপ নেই।’

ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুলের মুখে মধু অন্তরে বিষ। এরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে ষড়যন্ত্রের রাজনীতিতে লিপ্ত। কারণ জনগণের ওপর তাদের আস্থা নেই। বিএনপি জানে নির্বাচন হলে তাদের অবস্থা কি হবে। নির্বাচনে বিএনপিকে জয়ের নিশ্চয়তা না দিলে তারা নির্বাচনের প্রতি আস্থাশীল হবে না।’

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, মোস্তফা জালাল মহিউদ্দিন, কামরুল ইসলাম, আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ কেন্দ্রীয় কমিটির ও ঢাকা মহানগর এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/২৫জুলাই/জেএ/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দেশকে বাঁচাতে বড়-ছোট সব দলকে নিজ নিজ জায়গা থেকে আন্দোলন করতে হবে: দুদু 

প্রধানমন্ত্রীর সঙ্গে ১৪ দলের নেতাদের সভা বৃহস্পতিবার সন্ধ্যায়

বন্ধুরাষ্ট্রের কাছে কথিত আ.লীগের এমপিরাও নিরাপদ নয়: মির্জা ফখরুল

শ্রাবণের ওপর হামলার প্রতিবাদে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ মিছিল

যুবদল নেতা নয়নকে না পেয়ে তার বাবাকে গ্রেপ্তার করলো পুলিশ

সরকারের এমপি-মন্ত্রী, আমলা ও দলীয় নেতাকর্মীরা দেশের অর্থনীতি ধ্বংসস্তূপে পরিণত করেছে: ডা. ইরান 

ছাত্রলীগ-যুবলীগ করলে হাজার হাজার কোটি টাকা পাচার করা যায়: রিজভী

আহত শ্রাবণকে হাসপাতালে দেখতে গেলেন রিজভী

খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন মির্জা ফখরুল 

ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের উপর ছাত্রলীগের হামলা

এই বিভাগের সব খবর

শিরোনাম :