অবসরে দুই অতিরিক্ত সচিব
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| প্রকাশিত : ২৫ জুলাই ২০২৩, ১৮:৫৬
অতিরিক্ত সচিব পদমর্যাদার দুই কর্মকর্তা অবসরে গেলেন। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) গৌতম কুমারকে সরকারি চাকরি থেকে ১৯ জুলাই থেকে অবসর দেওয়া হলো। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. মনোয়ারুল ইসলামকে ২০ জুলাই অবসরে দেওয়া হলো। বিধি অনুযায়ী তারা অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।
(ঢাকাটাইমস/২৫জুলাই/এসএস/কেএম)