নয়টি দল সমাবেশের জন্য আবেদন করেছে, অনুমতি পাবে কয়েকটি: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জুলাই ২০২৩, ১২:২৯| আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১৭:০৯
অ- অ+

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপিসহ নয়টি রাজনৈতিক দল সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছে। আমরা পর্যালোচনা শেষে কয়েকটি দলকে অনুমতি দেব।

বুধবার দুপুরে তাজিয়া মিছিল উপলক্ষে রাজধানীর লালবাগে হোসাইনী দালান ইমামবাড়ায় ডিএমপির পক্ষ থেকে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘আওয়ামী লীগ বিএনপিসহ নয়টি রাজনৈতিক দলের পক্ষ থেকে সভা-সমাবেশের জন্য আবেদন পেয়েছি। পর্যালোচনা করে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে কয়েকটি দলকে অনুমতি দেওয়া হবে।’

মানুষের ভোগান্তির কথা উল্লেখ করে খন্দকার গোলাম ফারুক বলেন, ‘রাজনৈতিক সমাবেশ করা তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা ঢাকা মহানগর পুলিশের কর্তব্য। আমি গণমাধ্যমের মাধ্যমে সব রাজনৈতিক দলের প্রতি অনুরোধ করবো, ওয়ার্কিং ডে-তে বিশাল বিশাল সমাবেশ করে ঢাকার মানুষকে থামিয়ে দেওয়া, লাখ লাখ মানুষকে রাস্তায় আটকে রাখার বিষয়টি ভবিষ্যতের রাজনৈতিক পরিকল্পনা পরিবর্তন করে বন্ধের দিনে নিয়ে যান। সমাবেশে লাঠিসোঁটা ও ব্যাগ আনা যাবে না। ব্যাগে কোনো ধরনের বিস্ফোরক থাকতে পারে।’

রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করে তিনি বলেন, ‘আপনারা কর্মসূচি করেন কিন্তু জনগণকে কষ্ট না দিয়ে। হয় তো ভবিষ্যতে জনগণ অতিষ্ঠ হয়ে গেলে সাধারণ মানুষের কথা চিন্তা করে ভবিষ্যতে এসব সমাবেশের প্রতি নিষেধাজ্ঞা আরোপ করতে হতে পারে।’

(ঢাকাটাইমস/২৬জুলাই/এসএস/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা