ফাতেমা জোহরা হকের সাহিত্যকর্ম নিয়ে হৃদয়গ্রাহী আয়োজন

তাঁর কাব্যগ্রন্থ ঠাঁই পেয়েছে আমেরিকার লাইব্রেরি অফ কংগ্রেসে। ইংরেজি শিক্ষক হিসেবে আছেন রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে। তিনি কবি ও শিক্ষাবিদ ফাতেমা জোহরা হক। শিক্ষক-শিক্ষাবিদের পরিচয়ের বাইরেও কবি-সাহিত্যিক হিসেবেও তিনি কৃতী। তাঁর সাহিত্যিক কৃতিত্ব ও সংগ্রাম নিয়ে অনুষ্ঠিত হলো আলোচনা সভা।
রাজধানীর ইএমকে সেন্টারে মঙ্গলবার আয়োজিত সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, লেখক, প্রকাশক ও বুদ্ধিজীবীরা। ‘সেলিব্রেটিং লাইফ: ক্রসিং দ্য চ্যাসম উইথ লিটারেচার’ শিরোনামের এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন কয়েকটি দেশের বেশ কয়েকজন কবি-সাহিত্যিকও।
ফাতেমা জোহরা হকের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সুপারনিউমারারি অধ্যাপক ফকরুল আলম, বিশিষ্ট কবি ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী এবং সাংবাদিক ও লেখক সৈয়দ বদরুল আহসানসহ প্রমুখ।
ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র সেকশনে ২৫ বছর ধরে ইংরেজি শিক্ষক হিসেবে শিক্ষকতা করে আসছেন ফাতেমা জোহরা হক।
এই শিক্ষাবিদের লেখা ২৬টি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে চারটি কাব্যগ্রন্থ রাখা আছে আমেরিকার লাইব্রেরি অফ কংগ্রেসে।
‘সিলেক্টেড লাভ পোয়েমস’ এবং ‘উইপিং স্কাই, সলিটারি রিভার’ ফাতেমা জোহরা হকের কবিতার মূল সংকলন। এছাড়াও তাঁর অনূদিত কবিতার বইগুলোর মধ্যে রয়েছে ‘ব্লাইন্ডেড আইস, লুটেড ড্রিমস’ ও ‘পেইন ইন দি এপিটাফ অফ আর্ট’।
আলোচনা অনুষ্ঠানের শেষে পরিবেশন করা হয় সঙ্গীত, কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশনা। সব মিলিয়ে মঙ্গলবার জমে উঠেছিল ইএমকে সেন্টার।
(ঢাকাটাইমস/২৭জুলাই/ডিএম)

মন্তব্য করুন