মৌলভীবাজারের অপহৃত কিশোরী ১৩ দিন পর বাগেরহাটে উদ্ধার, অপহরণকারী আটক

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
| আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১৮:৪৬ | প্রকাশিত : ২৭ জুলাই ২০২৩, ১৮:০৩

মৌলভীবাজারের রাজনগর থেকে অপহৃত এক কিশোরীকে অপহরণের ১৩ দিন পর উদ্ধার করা হয়েছে।

বুধবার রাতে বাগেরহাট থেকে থেকে তাকে উদ্ধার করা হয়।

রাজনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি বিণয় ভূষণ রায় প্রতিদিনের সংবাদকে জানান, ১৫ জুলাই ১৭ বছরের এক কিশোরী রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের মহলাল গ্রাম থেকে অপহৃত হয়। ওই ঘটনায় রাজনগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সওকত মাসুদ ভূইয়া ও এসআই সুলেমান আহমদ এর নেতৃত্বে পুলিশের একটি টিম বুধবার অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় মাদারিপুর জেলার শিবচর থানার কুতুবপুর গ্রাম থেকে অপহরণ মামলার আসামি আলেক মিয়া (২৫) গ্রেপ্তার করেন। সে কমলগঞ্জ উপজেলার প্রতাপি গ্রামের তালেব মিয়ার পুত্র। এসময় তার দেওয়া তথ্য মতে বাগেরহাট থেকে অপহৃতা কিশোরীকে উদ্ধার করা হয়।

তিনি জানান, গ্রেপ্তারকৃত অপহরণকারীকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৭জুলাই/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :