‘অস্থিরতা’

কী আলো শূন্যের মাঝে ছড়িয়ে
নীড়ের পাখিরা উড়ে চলে নদীর কিনারায়,
মেঘের পাথরে আঁকা শুভ্রতা ছুঁয়ে
স্বপ্নপথে সব ভুলে হাজারো স্মৃতি রেখে যায়।
.
কী ঠুনকো মায়ার বাঁধন টুটে
চিরন্তন আখি মেলে হেঁটে চলে কোন দূর টানে,
বহু সাধনার রং মেখে সে তাকায়
ভাসমান মেঘের মতো অবাধ্য বিজলির পানে।
.
কী প্রজ্জ্বল তাপন গায়ে তেড়ে এসে
ফু দেয় ছাই হওয়া উচ্ছিষ্ট পতিত কঙ্কালে,
অনিশ্চয়তার আঁচিলে মোড়ানো ভাগ্য
হামিংয়ের অশান্ত ডানায় খুঁজেফেরে রঙিন সকালে!
.
কী শঙ্কিত অজানা নিয়তির প্রয়াণে
সুখেরা পাড়ি জমায় বৃহত দক্ষিণ-চীন সাগরে,
চিত্তে লুকানো আশার বাতাস ছুঁয়ে
অপরিণয়ের লালসা বুকে ছিটকে যায় নিষ্ঠুর নাগরে!

মন্তব্য করুন