তাড়াশে উপজেলা জামায়াতের আমিরসহ তিনজন গ্রেপ্তার

সিরাজগঞ্জের তাড়াশে নাশকতার অভিযোগে উপজেলা জামায়াতের আমিরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের শাকই গ্রামের মৃত বায়েজিদ আলী খন্দকারের ছেলে উপজেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম সাকলাইন খন্দকার (৫৫), মাগুরা বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া গ্রামের মৃত আজিজ প্রামাণিকের ছেলে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শাহজাহান আলী (৪৮) ও উপজেলার বারুহাস ইউনিয়নের পেঙ্গুয়ারী গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে জামায়াত সমর্থক মতিউর রহমান (৫৫)।
আরও পড়ুন: জমির দ্বন্দ্বে বড় ভাইকে হত্যা করল ছোট ভাই
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, নাশকতার মামলায় রাতে অভিযান চালিয়ে জামায়াতের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/৩০জুলাই/এসএম)

মন্তব্য করুন