মির্জাপুরে আমবোঝাই পিকআপ উল্টে প্রাণ গেল ২ ব্যবসায়ীর

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২৩, ১৫:৫৭
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে আমবোঝাই পিকআপ উল্টে প্রাণ হারিয়েছেন দুই ব্যবসায়ী। বুধবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জামুর্কী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নরসিংদী জেলার আরিফুল ইসলাম (২৩) ও অর্থ বর্মণ (১৫)।

পুলিশ জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা আমবোঝাই পিকআপটি সকাল পৌনে ৯টার দিকে একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই অর্থ বর্মণ মারা যায়। এ ঘটনায় পিকআপে থাকা আরিফুল ইসলাম নামের অপর ব্যবসায়ী গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার এসআই মো. জাহাঙ্গীর আলম জানান, নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

(ঢাকাটাইমস/০২আগস্ট/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
ডিবি হারুন ধরাছোঁয়ার বাইরেই থাকলো?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা