রাজবাড়ীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার

রাজবাড়ীর কালুখালীতে ৭২ বোতল ফেনসিডিল মাদক বিক্রেতা স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার কালুখালীর বোয়ালিয়া গ্রামের রফিকুল ইসলাম যাদু মন্ডলের বসত ঘরে অভিযান পরিচালনা করে ওই ফেনসিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত শামছুল মন্ডলের ছেলে রফিকুল ইসলাম (যাদু মন্ডল) (৫২), তার স্ত্রী সেলিনা বেগম (৩৫)।
এ তথ্য নিশ্চিত করেছেন কালুখালী থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীসহ ওই তিনজনকে গ্রেপ্তার করে তাদের হেফাজত থেকে ৭২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কালুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর সকালে তাদেরকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/০৪ আগস্ট/ইএইচ)

মন্তব্য করুন